আজকের আপনারদের জন্য নিয়ে আসলাম মোবাইলের কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার জানা একান্ত প্রয়োজন তাহলে অনুসরণ করুন নিচের পদ্ধতি গুলো ভালো করে।
(ক) অনাকাংখিত SMS আসা বন্ধ করুন আপনার মোবাইলে।আমরা অনেক সময় চাইনা যেন আমাদের মোবাইলে কিছু সময়ের জন্য SMS আসুক । যেমন অফিসে, বাসায়, যখন মোবাইল চার্জে রাখা হয় অথবা অন্য কারো কাছে মোবাইল থাকলে । এটি এক ধরনের বার্নিং ডায়াল করুন
Active:*35*0000*16#
Deactive:#35*0000
আপনার রবি সিমে সর্বশেষ রিচার্জ জানতে ডায়াল করুন *777#
(খ) গ্রামীনফোনে মোট কত টাকা ব্যাবহার করলেন তা দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।।
1. *৫৭৭*১৫# (মুলত ১ মাস আগেরটা দেখায়)
2. এই মাসের ব্যাবহারের পরিমাণ দেখতেঃ *৫৭৭*১৬#
3. আজকের দিনে ব্যবহারের পরিমান দেখতেঃ *৫৭৭*১৭#
(গ) ফ্রি ইন্টারনেট কনফিগারেশন সকল সিমের জন্যঃ
১। Banglalink : লিখুন Allএবং সেন্ড করুন 3343 (ফ্রী)
২। গ্রামীনফোন : মেসেজ অপশনে গিয়ে all লিখে পাঠিয়ে দিন 8080এ। অথবা ডায়াল করুন *111*6*2# (ফ্রী )
৩। টেলিটক : set লিখে মেসেজ পাঠান 111 তে বা 578 এ (ফ্রী)
৪। রবি : কল করুন *140*7# (chargeপ্রযোজ্য)
৫। Airtel : ডায়াল করুন*121*7*3# (ফ্রী)বিঃ দ্রঃ বাংলালিংক , গ্রামীনফোন , রবি ও এয়ারটেলে Configuration সেভ করতে পিন নম্বর দিন 1234.
(ঘ) আপনি মোবাইল অপারেটরের কোন প্যাকেজটি ব্যবহার করছেন তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
1. জিপি: – টাইপ করুন xp ও পাঠিয়ে দিন ৪৪৪৪ নম্বরে
2. রবি: – *১৪০*১৪#(চার্জ ২.৫০টাকা)
3. বাংলালিংক: – *১২৫
৪। এয়ারটেল: – *১২১*১*১*১#
5। টেলিটক: – টাইপ করুন tar ও পাঠিয়ে দিন ২২২ নম্বরে (চার্জ ০.৫৮)
সবাইকে ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি আনামুল ইসলাম।