এবার জিপিতে নিয়ে নিন ১ টাকায় ১০০ এমবি = ১০ টাকায় ১ জিবি খুব কম পরিশ্রম করে।। সবাই পাবেন।। [Repost but Updated]

25
344

DRU-GP

এবার জিপি তে নিয়ে নি ১ টাকায় ১০০ এমবি = ১০ টাকায় ১ জিবি খুব কম পরিশ্রম করে আর কিছু দিন আগে

Big Boss

নামে এক ভাই এই পোস্ট টা করেছিল কিন্তু এইটা তে কম টাকায় বেশী মেগাবাইট হলেও অনেক কস্ট হয় বার বার কল দেয়া তো খুব কস্টকর তাই আমি এই পোস্ট এ কম কস্টে বেশী মেগাবাইট পাউয়ার উপায় নিয়ে আলচনা করব।

আর Bigboss ভাইয়ের পোস্ট টা এখানে আবার দিলামঃ জিপি দিন দিন যা শুরু করসে তাতে আমাদের অনেকেই এখন নেট এ বেশি আসতে পারি না।

আজকের পোস্ট টায় আপনাদের কিছুটা উপকার হতে পারে বলে আমি মনে করি।

ইদানিং জিপি একটা অফার দিসে যে নির্দিষ্ট পরিমান কথা বলার (কারো ১ মিনিট কারো ২ মিনিট কারো ৬ মিনিট) পর প্রতি ১ মিনিট কথা বললে ১ এমবি বোনাস দিবে।

ত আমরা এটাকেই কাজে লাগিয়ে এবং একটু পরিশ্রম করে আনলিমিটেড এমবি নিয়ে নিতে পারি।

১. প্রথমে দেখে নিন আপনার টার্গেট কত মিনিট। দেখতে ডায়াল করুন *৯৯৯*২#(অফার ও চালু হয়ে যাবে।)

২. এরপর মোবাইলে এ রিচার্জ করুন ২৯(মেয়াদ ৩ দিন)/৭৯(মেয়াদ ৩০ দিন) টাকা। তাহলে ১ পয়সা পালস পাবেন।

৩. তারপর আপনার টার্গেট অনুযায়ী ১,২,৪ অথবা ৬ (যার যা টার্গেট) মিনিট কথা বলুন।

৪. তারপর সাথে আরেকটা মোবাইল নিন এবং অই মোবাইল টায় ফোন দিন (যে নাম্বার এ এমবি নিবেন সে নাম্বার থেকে) আর প্রতি বার কল দিয়ে রিসিভ করে ১ সেকেন্ড পরেই কেটে দিন বাস্ পেয়ে যাবেন ১ এমবি। এভাবে করে আপনি ১ টাকায় ১০০ এমবি এর মত পেয়ে যাবেন। ১০ টাকায় ১ জিবি! মানে ইচ্ছে মত! এভাবে নিয়ে নিতে পারবেন যত
খুশি তত। জাস্ট একটু পরিশ্রম করতে হবে আরকি । এছাড়া আর কোনো ভাল অফার নাই এখন। যদি আসে তাইলে এইটা বাদ দিয়া দিবেন।
.
.
আর আমি এখন বলব সেই খুব কম পরিশ্রম করে মেগাবাইট পাউয়ার ব্যাপারটা ::

.
.
.
বার বার কল দেয়ার চেয়ে যদি একটা অটো মিসকল এপ ব্যাবহার করা যায় তাহলে তো আর কথাই নাই কল ১০০ টা সিলেক্ট করে নেক্সট দিন আর অন্য ফোন টা থেকে শুধু কল রিসিভ করেন তাই তো হয়ে গেল .
..
নিচে একটা অটো মিসকল এপ এর ডাউনলোড লিংক দেয়া হলো == .
.
.
Click here to download the apk এখানে ক্লিক করুন

25 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here