আজ আমি আপনাদের সাথে ফেসবুক হ্যাকিং নিয়ে আলোচনা করবো। আমার গত ২টি গুরুত্বপূর্ণ টিউন পড়ে আসতে পারেন।
জাপানি আইপি দিয়েও fb ফটোভেরিফাই করতে পারছেন না? কিন্তু আজ অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ[a-z problem solve]
আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনবেন দেখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে
ফেসবুক কি আসলে হ্যাক করা যায়???
হ্যা।আমরা সাধারণভাবে যেটাকে হ্যাক বলে থাকি হ্যা সেটা করা সম্ভব।
ফেসবুক সাধারণত ৩ভাবে হ্যাক করা যায়। সেগুলো হল–
১।কোডিং এর মাধ্যমে অর্থাৎ ফেসবুকের সিকিউরিটি দূর্বলতা খুজে বের করা। যেটা একেবারেই প্রায় অসম্ভব।যদি এটা কেউ পেরে যায় তাহলে কখনো কেউ কারও সাথে শেয়ার করবে না।
২।ফেসবুক ইউজার কে ধুকা দিয়ে।
৩। ফেসবুক কর্তৃপক্ষকে ধুকা দিয়ে।
আমরা এই পর্বে ফেসবুক ইউজারকে কিভাবে ধুকা দিয়ে তার আইডি হ্যাক করা যায় সেটা আমি এই পর্বে আলোচনা করেছি একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে।
ফেসবুক ইউজার কে ধুকা দেয়ার জন্য আপনি ব্যবহার করবেন shadowave.com
এটা একটু এডভান্সড ধরণের ফিসিং যেটা অনেকেই ধরতে পারে না। নিচের ছবিটা দেখলেই বুঝতে পারবেন। সেডোওয়াভ এর মাধ্যমে এমন একটি ফেইক ফেসবুক একাউন্ট তৈরি করা যায় যে, সবাই ভাববে এটা আসল আইডি। আর add friend এ ক্লিক করলেই ইউজার কে লগইন করতে বলবে।আর লগইন করলেই পাসওয়ার্ড আপনার কাছে চলে আসবে। খুব সহজেই এই কাজটি আপনি করতে পারবেন shadowave এর মাধ্যমে।
কিছু স্ক্রিনশন্ট দেখুন…
তো সেডোওয়াভের মাধ্যমে কিভাবে আপনার ভিক্টিমের আইডি হ্যাক করবেন তার জন্য আমার একদিনে পরিশ্রমে তৈরি করা ভিডিও টিউটোরিয়াল থেকে মাত্র ১০মিনিটেই শিখে নিন। এই ১০মিনিট আপনাকে প্রযুক্তিতে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।