অ্যান্ড্রয়েড ফোনে খেলুন Need for Speed™ No Limits

0
246

কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড্রয়েড ফোনের জন্য দারুন একটি রেসিং গেম। গেমটির নাম Need for Speed™ No Limits। যারা কম্পিউটারে এই গেমটি খেলেছেন তাদের আর নতুন করে এই গেম সম্পর্কে বলতে হবে না। একটি সময় ছিল যখন এই গেমটি খুব জনপ্রিয় ছিল। এখন অ্যান্ড্রয়েড এর যুগ তাই গেমটি এখন খেলা যাবে অ্যান্ড্রয়েড ফোনে। এই গেমটি এর আগেও অ্যান্ড্রয়েড ফোনে ছিল কিন্তু নিদিষ্ট লেভেল ছিল। আমি আপনাদের এখন শেয়ার করব আবার নতুন করে তবে এই গেমটিতে কোন নিদিষ্ট লেভেল নেই বলা চলে একদম আনলিমিটেড।

এই গেমটিতে আপনি ইচ্ছামত গাড়ি নিতে পারেন। এখানে অনেক রকমের ষ্টাইল গাড়ি এবং নানান রকমের কালার রয়েছে। আপনার যেটি ইচ্ছা সেটি নিয়ে খেলতে পারেন। আরও মজার কিছু রয়েছে যেমন এইখানে আপনি পাবেন অনেক লোকেশন মানে আপনি যে কোন লোকেশন সিলেক্ট করে সেই লোকেশানে খেলতে পারবেন। গেমটিতে অনেক ডেঞ্জার পয়েন্ট রয়েছে যা গাঁ শিওরে উঠার মত। বলা চলে গেমটি একদম হার্টবিট। আপনি যদি এই গেমটি একবার খেলেন তাহলে আপনার অনেক নেষা লেগে যাবে এবং অন্য বন্ধুদের এই গেমটি খেলতে উতসাহ যোগাবেন। বন্ধুগণ আসুন আমরা এখন নিচের থেকে গেমটি ডাউনলোড করে খেলা শুরু করে দেই।  নিচের ভিডিও টি দেখুন। তার পর খেলুন। ভালো থাকবেন সবাই।

এখান থেকে ডাউনলোড করুন

Comments

facebook comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here