[Hot] এবার জিপিতে ২৩ টাকায় ১ জিবি নিয়ে নিন জলদি!

0
264

GP-logo

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ একটি ইন্টারনেট অফারের কথা লিখছি। মূলত এটি গ্রামীণফোনের *121# বেইজড ইন্টারনেট অফার। ২৩ টাকায় ১ জিবি পাবেন এবং যার মেয়াদ থাকবে ৭ দিন।
শর্তাবলীঃ গ্রামীণফোনের সব গ্রাহকদের জন্য প্রযোজ্য।
মূল্য: ২৩ টাকায় (সম্পূরক শুল্ক +ভ্যাট+সারচার্জ বাদে)
ডাটা প্যাক: ১ জিবি
মেয়াদ: ৭ দিন।
এক্টিভেশন কোড: *১২১# এ ডায়াল করে ৩ নম্বর মেনু সিলেক্ট করে ৪ চেপে ১ দিয়ে কনফার্ম করতে হবে।
অফারটি সকল প্রিপেইড ও টিউনপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য। ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ যত খুশি ততবার ক্রয় করা যাবে। গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা করে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা অবস্থায়, ২০০ টাকা পর্যন্ত)। অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#। ১ জিবি ব্যবহার করা যাবে ৭ ঘন্টায় রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত।
নিয়মিত এই ধরনের গুরুত্তপুর্ন তথ্য (অফার) পেতে Trickmela এর সাথে নিয়মিত থাকুন। যদি কোন সমস্যা হয় টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামী টিউনে, অন্য কোন বিষয়/ চমক নিয়ে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

Comments

facebook comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here