আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন।
আমি আপনাদের দোয়ায় ভালোই আছি।
শুরুতেই কোনো প্রকার ভুলের জন্য এবং এরকম টিউন যদি আগে কেউ করে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটা Android I Launcher apk.
App Name : I Launcher Size:999 kb আমরা অনেকে দাম বেশির কারনে I phone ব্যবহার করতে পারি না।সেজন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি I Launcher.
আপনার আইফোন না থাকলেও আপনি আপনার Android এ I Phone চালানোর মজা নিন।
এ Launcher টি অনেক হালকা কম Ram ঘিরে এটি ব্যবহারের সময় যার ফলে আপনার ফোনের Ram কম হলেও চলবে Smooth ভাবে।
আপনি আপনার ইচ্ছা মত আপনার Home Screen এর পাতাতে App রাখতে পারবেন।
আপনি আপনার অ্যাপগুলো সহজে সাজাতে পারবেন।কোনো পাতাতে ১০ টা কোনো পাতাতে ১৪ টা এভাবে সাজাতে পারবেন।
আপনি এখান থেকে App এর আইকন পরিবর্তন করতে পারবেন।App এর টাইটেল পরিবর্তন করতে পারবেন।App টাকে Hide করে রাখতে পারবেন।
এর জন্য অ্যাপটিকে Press করে রাখুন তাহলেই সব আপশন পেয়ে যাবেন।
নিচের Link থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আমার টিউনে যদি কোন /একটুও/তিলপরিমাণ ও ভুল হইয়ে থাকে তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।দয়া করে সেটা ক্ষমার চোখে দেখবেন।সবাই ভাল থাকবেন