আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন সবাই! আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আমিও আপনাদের মত একজন টেক লাভার।
প্রজুক্তির সাথে থাকতে ভাল লাগে।
আজ আবার আপনাদের সামনে একটি অ্যাপ নিয়ে আসেছি। আশা করি আপনাদের ভাল লাগবে।
ভালো লাগলে টিউমেন্ট করবেন। তো আর কথা না বারিয়ে শুরু করা যাক।
Launcher ব্যবহারের অভিজ্ঞতা সকলের আছে। কিন্তু আজকে আপনাদের জন্য একটি launcher উপহার দিলাম।
যার মূল্য মাত্র ১৭ ডলার প্রায়। এটি সম্পর্কে বলার কিছু নেই। বিস্তারিত লিখতে পারছিনা, এজন্য দুঃখিত।
ইন্সটল দেওয়ার পর যখন আপনি launcher ওপেন করবেন তখন যে অপশন গুলো দেখাবে তা মনযোগ সহকারে দেখুন। launcher থিম সেটিং থেকে আপনি ইচ্ছামত থিম সিলেক্ট করুন।ইন্সটল দেওয়ার পর অপশন গুলো দেখে দেখে কাজে লাগান।
some sreenshot :
তো বন্ধুরা তাহলে আর দেরি কেন এখন ডাউনলোড করে নিন।
Download Now
কেউ কপি করবেন না। আমাদের অনেকের কপি করার অব্বভাস আছে। আর কপি করলে ক্রেডিট দিয়ে দিয়েন।
কেউ বাজে কথা বলবেন না। আশা করি।
তো আজ আর নয়। আজকের মত এ পর্যন্তই।
ভালো থাকবেন। Andro id ব্যবহারকারীরা আজ থেকে সব “Launcher” কে গুডবাই বলবেন – আমার বিশ্বাস এই launcher হবে আপনার প্রিয় launch er আমার জন্ন্য দোয়া করবেন যেনো আরো ভালো অ্যাপ নিয়ে আসতে পারি।