জিপিতে এখন Clash of Clans, Clash Royale এবং Boom Beach খেলুন একদম ফ্রীতে কোন প্রকার ডাটা চার্জ ছাড়াই

1
392

আসসালামু আলাইকুম,

আশা করি, আপনারা সবাই ভাল আছেন। আমিও আপনার দোয়াতে ভালই আছি। 🙂
সময়ের অভাবে এখন টিউন করা হয় না, তবে সব সময়ই চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে।
তাই আজকে আবার টিউন করতে চলে এলাম, তা যাই এখন টিউনের বিষয়ে চলে যাই।
আমরা প্রায় সবাই কম বেশি Clash of Clans, Clash Royale এবং Boom Beach খেলে থাকি, কিন্তু এর জন্য আমাদের অনেক এম বি খরচ করতে হয়। কিন্তু গ্রামীনফোন আপনাদের কথা চিন্তা করে, আপনাদের জন্য Supercell এর Clash of Clans, Clash Royale এবং Boom Beach গেম ফ্রী করে দিয়েছে।

http://trickbd.com/wp-content/uploads/2016/10/03/free.png
http://trickbd.com/wp-content/uploads/2016/10/03/free.png

আসুন এবার দেখে নেই কিভাবে আপনি এই গেম গুলো ফ্রীতে চালাতে পারবেন।
প্রথমেই আপনাকে নিচের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে।

Download Data Eye

ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করুন। তারপর অ্যাপ্সটি খুলুন, এবার দেখুন (Servics Status) নিচে ১টা On/off বাটন আছে সেটাতে ক্লিক করে অন করুন।

Comments

facebook comments

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here