আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দারুণ একটি ইন্টারনেট অফারের কথা লিখছি। মূলত এটি গ্রামীণফোনের ইউজার উয়াইজড ইন্টারনেট অফার। ২ টাকায় ৫০০ মেগাবাইট পাবেন এবং যার মেয়াদ থাকবে ৭ দিন।
শর্তাবলীঃ নির্দিষ্ট কোন শর্তের কথা উল্লেখ নেই।
মূল্য: ২ টাকায় (সম্পূরক শুল্ক +ভ্যাট+সারচার্জ বাদে)
ডাটা প্যাক: ৫০০ এমবি
মেয়াদ: ৭ দিন।
এক্টিভেশন কোড: *৫০০০*৭৫#
নোটঃ যেহেতু এটি ইউজার বেইজড অফার তাই সবাই এই অফারটি সব সিমে নাও পেতে পারেন।
অফারটি সকল প্রিপেইড ও টিউনপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য নয়। ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ ১ বার পর্যন্ত ক্রয় করা যাবে। গ্রাহকের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলে প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা করে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা অবস্থায়, ২০০ টাকা পর্যন্ত)। অব্যবহৃত ডাটা পরবর্তীতে যোগ হবে না। ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল *১২১*১*২#। ৫০০ এমবি ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা।
আমি পাইলাম না এই অফার টা