প্রক্সি ব্যবহারের সময় ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করবেন

13
332

       প্রক্সি ব্যবহারের সময় ইউটিউব ভিডিও কিভাবে  ডাউনলোড করবেন                    

আমরা অনেকে প্রক্সির মাধ্যমে ইউটিঊব দেখে থাকি । কিন্তু প্রক্সি ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও দেখা গেলেও ডাউনলোড করতে সমস্যা হয় । নিচের পদ্ধতি অনুযায়ী কাজ করলে এর সমাধান হবে৷ প্রথমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওপেন করে OPTIONS বাটনে ক্লিক করুন । এরপর “Proxy/Socks” বাটনে ক্লিক করুন । এরপর GET FROM IE বাটনে ক্লিক করুন । এরপর ওকে দিয়ে বের হয়ে আসুন । এরপর চেষ্টা করলে দেখবেন ডাউনলোড হচ্ছে । যদি আপনি  আল্ট্রাসার্ফ ব্যবহার করেন । তাহলে আল্ট্রাসার্ফ ব্যবহারের সময় আপনি এই পদ্ধতি দিয়ে ডাউনলোড enable করতে পারবেন । ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য । কোন সমস্যা হলে জানাবেন । কাজ করলে ধন্যবাদ জানাতে ভুলবেন না ।

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here