(শেয়ার করুন) অপু ও শাকিব খানের ছেলেকে নিয়ে লাইভে অপু। অপুকে বিয়ে করার কথা স্বীকার করলেন শাকিব খান (ভিডিওসহ)

11
823

চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে এবং তাদের সন্তানের কথা স্বীকার করলেন শাকিব খান।

সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ সাক্ষাৎকারে অপু বিশ্বাস তাদের সন্তান নিয়ে হাজির হন।

অপুকে বিয়ে ও ছেলে সন্তানের বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন শাকিব।

সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, গুলশানে শাকিবের বাসায় ২০০৮ সালের ১৮ এপ্রিল ইসলাম ধর্মমতে বিয়ে হয় তাদের। ফরিদপুরের ভাঙ্গা থেকে শাকিবের আনা কাজি বিয়ের রেজিস্ট্রি করান। কাবিননামায় অপু বিশ্বাসের নাম লেখা হয় অপু ইসলাম খান।

গত ২৭ সেপ্টেম্বর ২০১৬ কলকাতার একটি ক্লিনিকে সন্তানের জন্ম হয়। সন্তানের নাম আব্রাহাম খান জয়।

অপুর অনুরোধ সত্ত্বেও সন্তান জন্ম দেয়ার সময় শাকিব খান হাসপাতালে যাননি।

অপু জানান, বিয়ের বিষয়টি শাকিব খান গোপন রাখতে বলেছিলেন। তাছাড়া শাকিব খানের পরিবারের সবাই তাদের বিয়ের বিষয়টি জানেন।

সবাইকে না জানালেও অপুর বাসায় গিয়ে সন্তানকে আদর করেন শাকিব খান। শাকিবের পরিবারের সদস্যরাও অপুর বাসায় গিয়ে সন্তানকে দেখে আসেন। তাছাড়া শাকিব খান সন্তানের সব ব্যয়ভার বহন করেন বলে জানান অপু।


 

ভিডিওঃ


 

 

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here