আপনার ফোন দিয়েই করুন ফটোগ্রাফি, দারুন একটি ফটো শুটার অ্যাপ ভাল লাগবে[আপডেট

24
365

আপনার ফোন দিয়ে ভাল মানের ফটো তুলতে চান?তাহলে এই অ্যাপ টি আপনার আশা অনেক টাই পূরণ করবে ইনশাআল্লাহ।

আমাদের ফোনের ক্যামেরা তে কিছু সীমাবদ্ধতা আছে সেই কারণে আমরা বাইরে অ্যাপ ব্যাবহার করে থাকি।আপনি এই অ্যাপ টি ব্যাবহার করে দেখতে পারেন অসাধারণ ফটো শুট করে অ্যাপ টি এবং সম্পূর্ণ আপডেট+Paid ভার্সন এটি

 

প্লে স্টোর এ এর দাম রাখা হয়েছে $৭। এটা মাথায় রাখবেন।

App name:camera fv-5 paid
Size:4.5mb
version :3.27.1

App সত্যি জটিল।আপনি dslr এর মতো ফোকাস করতে পারবেন।

আরো কিছু ফিচার আপনাদের সামনে তুলে ধরছিঃ

→কোন নির্দিষ্ট জায়গাকে ফোকাস করে ছবি তুলতে পারবেন।

→আপনি সেটিং থেকে image resolution সেট করতে পারবেন নিজের ইচ্ছা মতো।ছবি তুলার আগে অটো ফোকাস সেট করতে পারবেন।

→আপনি একসাথে কতো গুলা ছবি তুলতে চান তা সেট করতে পারবেন সাথে টাইম ও সেট করতে পারবেন কতোক্ষন পর ছবি গুলা উঠবে।

→আপনি যে খানে ফোকাস করতে চান সে জায়গায় ক্লিক করলে অটো ছবি উঠে যাবে আপনি এই সিস্টেম টা menu থেকে চালু করতে পারবেন।

→আপনি সাথে কিছু মুড ও পাবেন auto mode,day light,night,white balance etc

আরো অনেক ফিচার আছে ডাউনলোড করে দেখে নিন।

Download link: এখানে ক্লিক করুন

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here