যে তিনটি কারনে আডসেন্স থেকে আশানুরূপ আয় করতে পারছেন না !

21
307

আসসালামালাইকুম !
সবাই কেমন আছেন ?

আশা করছি ভালোই আছেন

আবারো আপনাদের ভালোবাসায় নতুন টিউন নিয়ে হাজির হলাম ।

যারা নতুন ব্লগার তাদের টিউনটি কাজে লাগবে আশা করছি ।

আপনি ব্লগিং করছেন , কিন্তূ আশানুরূপ ইঙ্কাম করতে পারছেন নাহ ?

আশা করেছেন অনেক বেশি হবে কিন্তূ এখন খুব একটা বেশি হচ্ছেনা ?

কিন্তূ কেন ?

হ্যাঁ , কারনতো একটা আছেই :)

আপনি সামান্য কিছু ভুলের জন্য আপনার ইঙ্কাম ইঙ্ক্রেজ করতে পারছেন নাহ ।

আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের যে ভুল গুলির কারনে আশানুরূপ ইঙ্কাম করতে পারছেন নাহ সেটি দেখিয়ে দেব  এর পর থেকে আপনি নিজেই আপনার ভুল গুলো শুধরে নিবেন।

আসুন তাহলে শুরু করা যাক ।

 

  •  নিশ আপনার ইঙ্কামে অনেক বড় পার্থক্য গড়ে দেয় :

আপনার ব্লগের নিশ আইডিয়া আপনার ব্লগে বড় ধরনের পার্থক্য গড়ে দেয় ।
ধরুন আপনার ব্লগ ব্লগিং, ওয়েব ডিজাইন এবং ইন্টারনেটে টাকা উপায়ের ভিত্তিতে করে , তাহলে আপনি ধরে নিন আপনি স্বাভাবিকের তুলনায় অনেক কম ক্লিক পাবেন ।
দীর্ঘদিন যাবৎ যখন অ্যাডসেন্সে ক্লিক পরবে না তখন গুগুল নিজে থেকেই আপনার কী- ওয়ার্ডের CPC কমিয়ে দেবে ।
উদাহরন সুরূপ , আপনার ব্লগ করা হয়েছে বিভিন্ন ব্লগিং টিপস নিয়ে তাহলে স্বাভাবিক কারনেই আপনি ব্লগার অথবা ওয়েব মাষ্টারদের আপনি সাইটে ভিজিটর হিসাবে পাবেন।
এবং বেশির ভাগ ব্লগার এবং ওয়েব মাস্টাররাই আপনার এডে ক্লিক করবেনা :(
আপনি নিজেই বলেন আপনি কয়টি ক্লিক করেন ?
আমি নিজেও এই ধরনের এডে ক্লিক করিনা :)
তাহলে এখন কি করবেন ?
ব্লগিং ছেড়ে দিবেন :( ?
নাহ , ব্লগিং ছেড়ে দিবেন কেন ?
ক্লিক পড়ে এমন হাজার হাজার নিশ আছে আছে আমি তার মধ্যে থেকে বেশ কিছু নিশ শেয়ার করছি এবং আপনি চাইলে গুগলিং করে অনেক নিশ আইডিয়া পাবেন ।
পোস্টের সুন্দরজ্র রক্ষার্থে আমি এখানে এখানে শেয়ার করছিনা আপনি এই লিঙ্কে ক্লিক করে নিশ আইডিয়া নিয়ে নিন এবং সুন্দর মত ব্লগিং শুরু করুন :)
হ্যাপি ব্লগিং :D
  • ব্লগের দুর্বল ন্যাভিগেশন ও ইন্টারনাল লিঙ্কিং এর জন্য :

আপনার ব্লগের দুর্বল ন্যাভিগেশন আপনার আশানুরূপ ইঙ্কাম না হওয়ার অন্নরম অন্তরায় !
তাছারা সার্চ ইঞ্জিন ক্রাওলার , আডসেন্স ক্রাওলার, আপনার ব্লগ কন্টেন্ট থেকে ইনফরমেশন নিয়ে ওই কন্টেন্ট রিলেভেন্ট অ্যাডস শো করে ।
আর আপনার সাইটের ইন্টারনাল লিঙ্কিং অনেক বেশি কাজের।
যদি আপনার ভালো ইন্টারনাল লিঙ্কিং এবং সাইট ন্যাভিগেশন স্টাকচার না থাকে তাহলে সার্চ ইঞ্জিন ক্রাওলার এবং আডসেন্স ক্রাওলার আপনার সাইট থেকে সঠিক ইনফরমেশন  নিতে পারেনা বিধায় আপনার সাইটে ই-রিলেভেন্ট অ্যাডস দেখায় । আর ই-রিলেভেন্ট অ্যাডস মানে কি বুঝতেই পারছেন ?
তাহলে খুব বেশি নজর দিন আপনার সাইটের উপর !
  • ব্লগে সঠিকভাবে আডসেন্স অ্যাডস না বসানোর জন্য :

অ্যাডস অপ্টিমাইজ করা খুব বেশি গুরুত্বপূর্ণ ।
আপনি যদি আপনার সাইটে অ্যাডস ঠিক মত অপ্টিমাইজ করতে না পারেন তাহলে আপনার ইঙ্কাম অনেক বেশি কমে যাবে আর অপ্টিমাইজ করতে পারলে অনেক বেশি :D :D :P
তাছারাও এতে করে আডসেন্স আপনার CTR কমিয়ে দিতে পারে।
কিভাবে আপনার ব্লগে অ্যাডস অপ্টিমাইজ করতে হবে তা নিয়ে সামনে বিস্তারিত পোস্ট করবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ।
কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো লাগলে এবং কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন :)

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here