ফেসবুক ‘ বিদ্বেষমূলক’ ঘটনা প্রচার বন্ধে তিন হাজার কর্মী নিয়োগ করবে।

24
289

ফেসবুকে বিদ্বেষমূলক বক্তব্য, শিশু নিপীড়ন এবং আত্মঘাতী
বিষয়ের প্রচার ঠেকাতে নতুন করে তিন হাজার কর্মী নিয়োগ
দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন,
ফেসবুকে লাইভে ‘নিজেদের এবং অন্যকে আঘাত’ করার যেসব
ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেছে, তা খুবই মর্মান্তিক।
এ ধরণের ভিডিও সম্পর্কে রিপোর্ট করার ব্যবস্থা দ্রুততর করারও
ব্যবস্থা প্রতিষ্ঠানটি করছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি ফেসবুক লাইভে হত্যা এবং আত্মহত্যার ঘটনা সম্প্রচার করার
ঘটনা প্রেক্ষাপটে এমন উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক।
এর মধ্যে এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের ৭৪ বছরের
বৃদ্ধকে হত্যা করছে এক ব্যক্তি – এমন এক ফুটেজ ঘণ্টার পর
ঘণ্টা ধরে অনলাইনে থাকার পর ফেসবুক কর্তৃপক্ষ তাদের নীতি
পুনর্বিবেচনার অঙ্গীকার করে।
ঐ ঘটনার ১৫ দিনের মধ্যেই থাইল্যান্ডে ফেসবুক লাইভে এক
ব্যক্তি নিজের সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন।
মি. জাকারবার্গ জানিয়েছেন, নতুন কর্মীরা সার্বক্ষনিকভাবে
প্রতিষ্ঠানটির কনটেন্ট পর্যবেক্ষণ করবেন এবং দ্রুততম সময়ের
মধ্যে ক্ষতিকর কন্টেন্ট বন্ধের উদ্যোগ নেবেন।
এই মূহুর্তে ফেসবুকের কর্মী সংখ্যা সাড়ে চার হাজার।
এদিকে, বছরের প্রথম চারমাসে ফেসবুকের রোজগার ৭৭
শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে তিনশো কোটি ডলার।
সংস্থাটির বিজ্ঞাপনী আয় বৃদ্ধির ফলে এই মুনাফা অর্জিত হয়েছে
বলে জানানো হয়েছে।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here