[Updated] জিপি ফ্রি নেট বন্ধ হওয়ার পরও আবার ফ্রি নেট চালান 100% Working by Raju

13
1043

আসসালামুআলাইকুম,

সকল মেম্বারদের রমযান মাসের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছে। আপনার আশির্বাদ/দোয়াতে আমিও ভালোই আছি।

আজ আবার ২ মাস পর লিখতে বসলাম। টিউন দেইনা কিছু খারাপ মন্ত্যবের জন্য।

আজ লিখতে বসেছি যে বিষয়ে সেটা মোটামোটি সবাই জানেন যারা ট্রিকবিডি ভিসিট করেন। ফ্রী নেট বিষিয়টা তাইতো?
আগে পুরো পোস্ট পড়ুন। তারপর কাজ করেন। তাড়াহুড়া করবেন না। ফ্রি চলবেই। আগে সম্পূর্ণ পোস্ট পড়েন।

আমি যেভাবে বলি সেভাবেই করবেন। কাজ করতেই হবে।
এই ট্রিকের জন্য আমি ফুল ক্রেডিট দিচ্ছি আমার ফ্রেন্ড ফারহান (Farhan) কে।

চলুন শুরু করা যাকঃ-

প্রথমেই দেখেন নেন আমার স্পীড কেমন।

সিমে টাকা বা কোনো মেগাবাইট রাখবেন না। (সিমটির অবশ্যই মেয়াদ থাকতে হবে)
প্রথমে *5000*55# Dial করে জিপি ইজিনেট চালু করে নিন।

সাক্সেস্ফুল দেখালে এন্ড্রোয়েডের ডিফোল্ট ব্রাউজারে গিয়ে Google.com লিখে সার্চ করে দেখুন redirection.gpeasynet.com এ নিয়ে যায় কি না। যদি নিয়ে যায় তাহলে বুঝবেন আপনার এই সিম কাজ করবে। এখন নিচের মতো সেটিং করুন।

আপনি এখানে থেকে Uc handler টা নামিয়ে নিন। অবশ্যই এটা লাগবে।

ইন্সটল করার পর ডাটা কানেকশন অফ রেখে এপ্স টাতে ডুকুন।

নিচের মতো সেটিং করে নিন।

এখন ইউসি তে ডুকে ডাটা অফ করে বের হোন Exit click করে। আবার ডুকুন ইউসি তে, তারপর ডাটা অফ করে ইউসিতে থাকা Speed Dial এর Google এ যান।

[এখন ভালোমতো বুঝার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে।]

আশা করি সবার সব সিমে কাজ করবে। আমার ৩ টা সিমে কাজ করেছে।

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here