Deprecated: 6.4.0 ভার্সন হতে print_emoji_styles ফাংশনটি ডেপ্রিকেটেড হয়ে গিয়েছে। এর পরিবর্তে wp_enqueue_emoji_styles ফাইল ব্যবহার করুন। in /home/itdoctor24.com/public_html/wp-includes/functions.php on line 6031

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন? এই বিষয়ে আই টি ডক্টর ২৪. কম থেকে কিছু টিপস।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে বিভিন্ন কাজ পেতে পারেন। সহজ কাজগুলোর মধ্যে আছে Search Engine Optimization, Article writing, Data Entry ইত্যাদি। স্বভাবতই কাজগুলো যেহেতু সহজ, সেহেতু এগুলোতে বিডিং হয় সবচেয়ে বেশি এবং এগুলো সহসা পাওয়াও দুষ্কর। এগুলোর চাইতে একটু কঠিন কাজ হল Web Development, Product Development, Software Development, Graphics Designing ইত্যাদি। … পড়তে থাকুন আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন? এই বিষয়ে আই টি ডক্টর ২৪. কম থেকে কিছু টিপস।