জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট টিউটোরিয়াল [পর্ব-০১]

24
608

জাভা বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম

আজ থেকে আমি জাভা  Programming Language নিয়ে  পরিপূর্ণ  একটি course সুরু করছি।

যারা প্রোগ্রামিং ভাষা শিখতে চায় একদম সুরু থেকে শেষ পর্যন্ত তাদের জন্ন  এই  course এবং যারা ইংলিশ একটু কম বুঝি তাদের জন্ন  কারন যারা ইংলিশ এ ওবিজ্ঞ তাদের জন্ন আনেক টিউট্রিয়াল নেট এ পাওয়াযায়।এখন বাংলায় ও পাওয়া যায় তবে তুলনামূল্ক কম।

Course   এর উদ্দেষ্যঃ

জাভার সুরু থেকে সেষ পর্যন্ত,  যা সবসমই লাগে।

জাভা দিয়ে বিশ্বের ওনেক software ই তৈরি হয় এখন তার মদ্ধে উল্লেখ জগ্য কিছু নিম্ন রুপঃ

১। Mobile apps

২।Computer software

৩।Game

ইত্যাদি।

আমরা এমন ভাবে সবকিছু শিখব   যেন  আমরা মোবাইল কম্পিউটার অথবা আরও জাভা দিইয়েযে সফটওয়্যার গুল তৈরি হয় তার যেকন পথ বেছে নিতে পারি।তবে আমি জাভা ল্যাঙ্গুয়েজ  শেষ করার পর Android development উপর একটি course নিব সেখানে গেম সহ বিভিন্ন সফটওয়্যার তৈরি করা শিখব  আমরা।  যাই হক আগে জাভা ল্যাঙ্গুয়েজ এ আমাদের দক্ষ হতে হবে।আজকে কিছু সংজ্ঞা ষিখব আমরা।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি?

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হল ডিজিটাল ডিভাইছের ভাষা।ডিজিটাল ডিভাইস বলতে কম্পিউটার এর মত যন্ত্র গুলকে  বুঝায়।আমরা যেমন বাংলা ভাষা বুঝি কম্পিউটার তেমনি প্রোগ্রামিং ভাষা বুঝে।

হার্ডওয়্যার কি?

ডিজিটাল ডিভাইছের যা আমরা ছুতে পারি তাই হার্ডওয়্যার যেমনঃকীবোর্ড মাউস ইত্যাদি

সফটওয়্যার কিঃ

ডিজিটাল ডিভাইছের যা আমরা ছুতে পারি  না তাই সফটওয়্যারঃ যেমনঃমিদিয়া প্লেয়ার, গেম, ইত্যাদি।

আমি মাঝে মাঝে ইংলিশ ব্যবহার করেছি যেটি করা জরুরি।

কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাবেন ইনশা আল্লাহ উত্তর দেব।

আজ এ পর্যন্তই দেখা হবে পরের টিউটরিয়াল এ।

বুজতে অসুবিদা হলে ভিডিও টি দিখে নিবেন।

 

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here