হোয়াটসঅ্যাপ ছাড়ছেন সহ-প্রতিষ্ঠাতা

21
482

নতুন একটি ফাউন্ডেশন শুরুর জন্য এ পদক্ষেপ বলে মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে জানান তিনি।

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, আট বছর হোয়াটসঅ্যাপে কাজ করেছেন অ্যাকটন।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশুনা করা অ্যাকটন ইউক্রেনিয়ান অভিবাসী জ্যান কোওম-কে নিয়ে ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেছিলেন। এর আগে এই জুটি ইয়াহু-তে কাজ করতেন।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ থেকে আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে ফেইসবুক। গ্রাহকের জন্য ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ করতে নতুন ফিচার পরীক্ষা করতে যাচ্ছে তারা।

ইতোমধ্যেই সবুজ ব্যাজ ফিচারের একটি পাইলট প্রকল্প চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবসায়িক কন্টাক্ট-এর পাশে একটি সবুজ ব্যাজ দেখা যাবে। এই সবুজ ব্যাজ-এর অর্থ তাদের ব্যবসা হোয়াটসঅ্যাপ-এর দ্বারা ভেরিফাইড।

ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা ম্যাট আইডেমা বলেন, “ভবিষ্যতে ব্যবসা থেকে সেবামূল্য নেওয়ার ইচ্ছা  আছে আমাদের।”

২০০৯ সালে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে নগদ ১৯০০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেয় ফেইসবুক। সে সময় এই ক্রয়মূল্য ছিল ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি কর্পোরেশন-এর বাজার মূল্যের চেয়েও বেশি।

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here