আপনার মোবাইল সিমটি ফোরজি কিনা, জানতে ডায়াল করুন

8
942

#গ্রামীণফোন – *১২১*৩২৩২# যারা সিম বদল করেত চান, তারা ১১০ টাকার বিনিময়ে ফোরজি সিম নিতে পারবেন। তবে ‘জিপি স্টার’ গ্রাহকরা বিনা খরচে সিম বদলে নিতে পারবেন।
.
#রবি ও #এয়ারটেল – *১২৩*৪৪# সিম বদলে ফোরজি সিম নিতে গ্রাহকের খরচ হবে ১০০ টাকা। রবি কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে অপারেটরটি বাজারে রবি সিম ছেড়েছে। এ সময়ের মধ্যে যারা সিম কিনেছেন বা বদল করেছেন, তাদের সিম ফোরজি সমর্থিত।
.
#বাংলালিংক – মেসেজ অপশনে গিয়ে ফোরজি লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে সিমটি ফোরজি কিনা। বাংলালিংক বিনামূল্যে গ্রাহকদের সিম বদলে ফোরজি সিম দিচ্ছে।
.
#টেলিটক – অপারেটরটির গ্রাহকরা যত সিম ব্যবহার করছে এবং বাজারে অবিক্রীত ৯০ ভাগই ফোরজি সিম। অবশ্য ১০ ভাগ গ্রাহকের সিম বিনা খরচে, নাকি টাকা দিয়ে বদলে নিতে হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে !! অপারেটর সংশ্লিষ্টরা বলছেন, ফোনসেট ফোরজি সমর্থিত কিনা তা জানতে গ্রাহকরা সংশ্লিষ্ট অপারেটরের সেবাকেন্দ্রে গিয়ে জেনে নিতে পারবেন সেটের তথ্য।

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here