আস সালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভাল আছি। সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু সংগ্রহ করে শেয়ার করার। তেমনি আজ আপনাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসলাম robi এবং gp সিমে ছবি সহ ফ্রি ফেসবুক ব্যবহার করার টিপস। চলুন কথা না বাড়িয়ে আসল কাজে চলে যাই।
প্রথমে নিচে থেকে ফেসবুক লাইট মোড টা নামিয়ে নিন।
এখান থেকে 1.7 MB
জিপি ইউজার
যারা জিপি ইউজার তারা নিচের মত করে apn সেটিং করে নেন। পূর্বে থেকে করা থাকলে লাগবেনা।
আমার মোড করা লাইটের ভার্সন হলো 75.0.0.37.188 তাই মোড ব্যবহার করতে না চাইলে এটা ব্যবহার করুন। গুগলে সার্চ দিয়ে নামিয়ে নিন।
প্রুফ
দেখুন আমার জিপিতে কোনো এমবি নাই
এই দেখুন চলছে। স্ক্রিনশট ভিডিও টা থেকে নেওয়া।
রবি ইউজার
রবি ইউজার রা নিচের মত apn সেটিং করে নিন। আর প্রথমবারে না চললে ডাটা ক্লিয়ার করবেন। আর ফোনের ডাটা অন অফ করবেন চলবে।
প্রুফ
এই দেখুন আমার রবিতেও কোনো এমবি নাই।
চলছে ফ্রি