লন্ডনভিত্তিক রাজনৈতিক ডেটা বিশ্লেষণকারী ফার্ম ক্যামব্রিজ অ্যানালিটিকা বন্ধ হয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ল্যাবটারিজ (এসএল গ্রুপ) বুধবার কর্মীদেরকে এই তথ্য জানায়।
এসএল গ্রুপের চেয়ারম্যান জুলিয়ান হুইটল্যান্ড বলেছেন, পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোম্পানিটির ইমেইজ তৈরি করার চেষ্টা নিরর্থক।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, কয়েক মাস ধরেই ক্যামব্রিজ অ্যানালিটিকা অসংখ্য মিথ্যা অভিযোগের শিকার হয়ে আসছে। নিজেদের রেকর্ড ঠিক করতে তারা অব্যাহত প্রচেষ্টা চালিয়েছে। তাদের কার্যক্রম বৈধ হলেও মানহানি ঘটেছে।
রাজনৈতিক ও বাণিজ্যিক খাতে অনলাইন বিজ্ঞাপনের জন্যও তাদের গবেষণা বিশাল পরিসরে গ্রহণযোগ্য। মিডিয়ার নেতিবাচক খবর প্রচারের কারণেই গ্রাহকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে তাদের পক্ষে আর ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে না।
এর আগে গত এপ্রিলে প্রতিষ্ঠানটির সিইও অ্যালেকজান্ডার টেইলর পদত্যাগ করেন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প শিবিরের পক্ষে বিজ্ঞাপন প্রচারে ৫ কোটি ৭০ লাখ ফেইসবুক ব্যবহারকারীর তথ্য কাজে লাগায় ক্যামব্রিজ অ্যানালিটিকা।
গত মার্চে ঘটনাটি প্রকাশ পেলে তোপের মুখে পড়ে রাজনৈতিক তথ্য বিশ্লেষণকারী ফার্মটি। এরই জের ধরে প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে।
সূত্র: গিজমোদো
পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন
ধন্যবাদ, itdoctor24.com এর সাথে থাকুন