মঙ্গল গ্রহে visa একদম ফ্রীতে… সাথে আছে বাড়ি ঘর…

20
314

মঙ্গল গ্রহে নিজের ঘর বানাতে চান?

সাথে থাকছে  free  ভিসা…

 

নানান দুঃখ-দুর্দশায় হতাশ হয়ে অনেকে প্রায়ই বলেন, ‘এই পৃথিবী আমার জন্য না। যদি মঙ্গল গ্রহে চলে যেতে পারতাম!’ সত্যি সত্যিই যাওয়ার সুযোগ হলেও হতে পারে আপনার। তবে একটা বিশাল ‘যদি, কিন্তু’ আছে। এই প্রকল্পের প্রধান শর্ত হচ্ছে, এতে করে শুধু মঙ্গলগ্রহে পৌঁছাতে পারবেন, কিন্তু ফিরে আসতে পারবেন না! অর্থাৎ, এই মঙ্গলযাত্রা একদমই একতরফা!

পাগলাটে এই ভাবনা নেদারল্যান্ডসের দুই ভদ্রলোক ব্যাস ল্যান্ডসড্রপ এবং আরনো উইলদার্সের। তারা ২০১১ সালের দিকে হুট করেই ঠিক করেন, এবার মঙ্গলে ঘরবাড়ি বানিয়েই ছাড়বেন! প্রকল্পের নাম দিলেন ‘মার্স ওয়ান-ওয়ান ওয়ে টু মার্স’।

এই প্রকল্পের লক্ষে পুরো পৃথিবী থেকে ইন্টারনেটের মাধ্যমে মঙ্গলের জন্যে যাত্রীর আহ্বান করা শুরু হয় ২০১২ সাল থেকে। তাদের মধ্যে প্রথম ফ্লাইটের জন্যে নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্বাচিত হন ১০০ জন। ২০২২ সালের দিকে পৃথিবী থেকে প্রথমবারের মতো যাত্রা করবে একটি মহাকাশযান। সেই অভিযান সফল হলে তবেই ২০৩২ সালের মধ্যে প্রথমবারের মতো মঙ্গলে বসতি গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ এই প্রকল্পের স্রষ্টাদের।

এখন আসি এই প্রকল্পে অংশগ্রহন যারা করবে তাদের গল্প নিয়ে। ‘ওয়ান ওয়ে টু মার্স’-এর ওয়েবসাইট জানাচ্ছে, প্রতি ২৪ মাস পর পর তাদের কাছে আবেদন করা যাবে এই প্রকল্পে অংশগ্রহণের জন্যে। এবং তাদের সিলেকশন ও ট্রেনিং প্রক্রিয়া অব্যাহত থাকবে যতদিন না মঙ্গলে বসতি স্থাপন করতে মানুষ সক্ষম হয়। প্রায় ৬ বিলিয়ন ডলার আর ১৪টি লঞ্চারের এই প্রকল্পের উদ্দেশ্য একবারেই মঙ্গলে বসতি গড়া নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মের ধীরে ধীরে সেখানে নিজেদের পায়ের ছাপ রাখা। তারা পাকাপাকিভাবে মঙ্গলে মানুষের বসতির জন্যেই এই প্রকল্প হাতে নিয়েছেন তারা।

ওহ, আসল কথাই বলা হয়নি। এই প্রজেক্টের আওতায় মঙ্গল গ্রহে যেতে কোনো টাকা লাগবে না! আপনি নিজে পৃথিবীর সব ছেড়ে যাবেন, আবার টাকাও দিবেন! তাই নেহায়েতই পৃথিবীর সবার মায়া ছেড়ে মঙ্গলে চলে যেতে মন চাইলে, চলে যান “Mars One”-এর ওয়েবসাইটটিতে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে হয়তো আপনিই একদিন মঙ্গল থেকে সেলফি আপলোড করতে পারবেন!

20 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here