দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার পর গত ৩ অক্টোবর থেকে দেওয়া
হচ্ছে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড। তবে যাঁরা এখনো স্মার্টকার্ড পাননি, তাঁরা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানতে পারেন, কবে পাবেন সেটি। এসএমএসের মাধ্যমে স্মার্টকার্ড পেতে আপনাকে যা করতে হবেঃ
.
প্রথমে মোবাইলের মেসেজ
অপশনে গিয়ে sc স্পেস nid
স্পেস ১৭ ডিজিটের এনআইডি
নম্বর লিখতে হবে। যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের,
তাঁরা প্রথমে জন্ম সাল যুক্ত করে
নেবেন। এরপর তা যেকোনো মোবাইল অপারেটর থেকে ১০৫
নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্টকার্ডের তথ্য।
.
তবে যাঁরা এখনো এনআইডি পাননি, তাঁরা প্রথমে sc লিখে স্পেস দেবেন। এরপর f লিখে স্পেস দিয়ে নিবন্ধন ফরম নম্বর লিখবেন। আবারও স্পেস দিয়ে d
লিখে yyyy-mm-dd ফরম্যাটে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে মেসেজ পাঠাবেন।
.
ফিরতি মেসেজে আপনার এনআইডি কবে কোথায় কোন ক্যাম্পে দেওয়া হবে তা জানানো হবে। এ ছাড়া মোবাইলের মাধ্যমে
১০৫ নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে স্মার্টকার্ড সম্পর্কে জানতে পারবেন।

প্রয়োজনীয় হলে পোস্টটি শেয়ার করুন।
ধন্যবাদ, itdoctor24.com এর সাথেই থাকুন।

11 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here