দেশের খেলা আগে, পরে আইপিএল: মুস্তাফিজ

0
74

এশিয়া কাপের পর বিশ্বকাপ, টি ২০ ক্রিকেটের মধ্যেই থাকতে হবে বাংলাদেশকে। টি ২০ ক্রিকেট আরও দীর্ঘায়িত হবে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের জন্য। বিশ্বকাপের পরই যে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)।

অপার সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার শুরু করা মুস্তাফিজ বাংলাদেশের বড় সম্পদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে রক্ষা করার জন্য সচেষ্ট। মুস্তাফিজকে ঠাসা সূচির মধ্যে রাখতে চায় না বিসিবি। এজন্যই পাকিস্তানে সুপার লীগে (পিএসএল) তাকে খেলতে দিতে চায়নি বিসিবি।

এই বাঁ-হাতি পেসারও মনে করছেন, আগে দেশের খেলা, পরে অন্য কিছু। কাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মুস্তাফিজ বলেন, ‘দেশের খেলা আগে, পরে আইপিএল।’

আপাতত এশিয়া কাপ নিয়েই ভাবছেন মুস্তাফিজসহ বাংলাদেশের সব ক্রিকেটার। তবে দৃষ্টি থাকছে আসন্ন টি ২০ বিশ্বকাপের দিকেও। বিশ্বকাপে ভালো খেলতে এশিয়া কাপের ভূমিকা থাকবে বলে বিশ্বাস মুস্তাফিজের। যদিও এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তরুণ এই পেসার।

অনেক প্রশ্নই এড়িয়ে গেছেন মুস্তাফিজ। টি ২০ বিশ্বকাপের জন্য এশিয়া কাপ কতটা কাজে লাগবে? তিনি বলেন, ‘একদিনের খেলা আমার বেশি প্রিয়। এশিয়া কাপে আমার সেরাটা দেয়ার চেষ্টা করব।’

প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাচ্ছেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা মুস্তাফিজ। ঘরের মাঠের আসর নিয়ে স্বভাবতই রোমাঞ্চিত থাকার কথা তার।

কিন্তু রোমাঞ্চের কথা জানতে গিয়ে মিলল অন্যরকম উত্তর। কতটা রোমাঞ্চিত? মুস্তাফিজ বলেন, ‘আপনি থাকলে যেমন হতেন, আমিও তেমন।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন এই বাঁ-হাতি পেসার। ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘এখন অবস্থা অনেক ভালো। অনুশীলন চলছে। আরও চারদিন আছে। আশা করি পুরোপুরি ফিট হয়ে সব ধরনের বল করতে পারব।’

Comments

facebook comments

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)