ওয়াই-ফাইয়ের চেয়ে ১০০ গুণ দ্রুতগতির নতুন প্রযুক্তি লাই-ফাই!

10
257

সম্প্রতি স্পেনের বার্সেলনায় হয়ে গেল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। আর এখানে ফ্রান্সের প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ওলেডকম নতুন লাই-ফাই প্রযুক্তি প্রদর্শন করেছে।
সম্প্রতি স্পেনের বার্সেলনায় হয়ে গেল মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। আর এখানে ফ্রান্সের প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান ওলেডকম নতুন লাই-ফাই প্রযুক্তি প্রদর্শন করেছে।
লাই-ফাই প্রযুক্তি হল এমন এক প্রযুক্তি যেখানে বাতির নিচে স্মার্টফোন নিয়ে গেলেই ইন্টারনেট সংযোগ পাবে ফোনটি। লাই-ফাই বা লাইট ফিডেলিটি প্রযুক্তির বিশেষ সুবিধা হল- দ্রুতগতি। ওলেডকমের প্রতিষ্ঠাতা সুয়াত তপসু বলেন, পরীক্ষাগারে লাই-ফাই প্রযুক্তি পরীক্ষা করে দেখা গেছে ২০০ জিবিপিএস পর্যন্ত গতি পাওয়া যায় কারণ এ প্রক্রিয়ায় বেতার তরঙ্গ তথ্য স্থানান্তরে ব্যবহৃত হয়। আর এলইডি বা লাইট এমিটিং ডায়োড থেকে উৎপন্ন তরঙ্গ এতে ব্যবহৃত হয়।
লাই-ফাই প্রযুক্তি নিয়ে ফ্রান্স, বেলজিয়াম, এস্তোনিয়া ও ভারতে গবেষণা চলছে। নেদারল্যান্ডসের যন্ত্রাংশ নির্মাতা ফিলিপস এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। এ ছাড়া অ্যাপল তাদের পরবর্তী আইফোনে লাই-ফাই প্রযুক্তি যুক্ত করবে।
সুত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here