কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে সবচেয়ে এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র।
এআই হার্ডওয়্যার নিয়ে যারা কাজ করছে তাদের একটি তালিকা তৈরি করেছে কম্পাস ইন্টিলিজেন্স। তালিকার প্রথম পাঁচটি কোম্পানিই যুক্তরাষ্ট্রের, এর পর ৯ নম্বরে আছে এশিয়ার প্রথম কোম্পানি স্যামসাং ইলেক্ট্রনিক্স। তালিকার ১২তম অবস্থানে রয়েছে চীনের হুয়াওয়ে।
তালিকা করতে গিয়ে এআই হার্ডওয়্যার বলতে বোঝানো হয়েছে, সিপিউ, জিপিউ, এনপিএন বা নিউরাল প্রসেসর, ও অন্যান্য এআই প্রোগ্রাম চালনার প্রসেসর ও বিশেষায়িত হার্ডওয়্যার।
তালিকায় সবার ওপরে স্থান করে নিয়েছে জিপিউ নির্মাতা এনভিডিয়া। তাদের তৈরি জিপিউগুলো এআই হার্ডওয়্যার হিসেবে প্রতিটি কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠানে স্থান করে নিয়েছে। ইন্টেল, এআরএম ও কোয়ালকমের মত প্রসেসর নির্মাতারাও আছে তালিকায়।
হুয়াওয়ে তাদের ফোনগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। তারা অনেকদূর এগিয়ে গিয়েছে, তার প্রমাণ তালিকায় স্থান। তবে দুঃখজনক বিষয়, যুক্তরাষ্ট্রের বাইরে তেমন কেউই এআই হার্ডওয়্যার নিয়ে কাজ করছে না।
সূত্র: গিজচায়না
পোস্টটি প্রয়োজনীয় হলে শেয়ার করুন
ধন্যবাদ, itdoctor24.com এর সাথে থাকুন