বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল সমাধিস্থল হবে ফেসবুক

0
47

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ১৫০ কোটিরও বেশি ব্যবহারকারীর অ্যাকাউন্ট রয়েছে। তবে ২০৯৮ সাল নাগাদ জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের অ্যাকাউন্ট থাকবে বেশি এই সাইটে। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় ভার্চ্যুয়াল ‘কবরখানা’ হবে এই মাধ্যম।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, চলতি শতকের শেষ নাগাদ জীবিত মানুষের চেয়ে ফেসবুকে মৃত মানুষের প্রোফাইল বেশি থাকবে। কারণ ফেসবুক মৃত মানুষের প্রোফাইল সরিয়ে ফেলতে অনাগ্রহী বরং এর পরিবর্তে ফেসবুক ‘মেমোরালাইজড’ সংস্করণ চালু করছে। গবেষক সাদিকির মতে, ফেসবুক ব্যবহারকারীর হার ক্রমশ কমে যাবে। ২০১০ সালে ৩ লাখ ৮৫ হাজার ৯৬৮ ও ২০১২ সালে পাঁচ লাখ ৮০ হাজার ব্যবহারকারির মৃত্যু ঘটে। আর এবছর সে সংখ্যাটি এ বছর নয় লাখ ৭০ হাজার।
ফেসবুক ব্যবহারকারীরা ‘লিগ্যাসি কনট্যাক্ট’ নামে একটি ফিচারের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট অন্যকে দিয়ে যেতে পারেন। যার মাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর তার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে।
সুত্রঃ দ্য ইকোনমিক টাইমস

Comments

facebook comments

Please comment Here (ভাল লাগলে কমেন্ট করুন)