বৃহস্পতিবার
খুব একটা ভালো সময় যাচ্ছে না মুশফিকের। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। ২৮ বল খেলে করেছেন মাত্র ১৮ রান। তবে স্বপ্নের ইডেনে নৈপূণ্য দেখাতে না পারলেও এই ম্যাচ খেলার মধ্য দিয়ে এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি। আশরাফুলকে ছাড়িয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলুড়ের জায়গাটি এখন তার দখলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ২৬০তম ম্যাচটি খেলেন মুশফিক। নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তিন ফরম্যাটে সর্বমোট ২৫৯টি ম্যাচ খেলেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। যার মধ্যে ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।
বুধবার ইডেন গার্ডেনে ক্যারিয়ারের ৫৪তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন মুশফিক। এছাড়া ১৫৮ ওয়ানডে ও ৪৮টি টেস্ট খেলেছেন তিনি।
এছাড়াও সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বমোট ২৪৯টি ম্যাচ খেলেছেন তিনি।