এবার নাটোরে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাসনুভা রহমান মিতু নামের ওই শিক্ষিকা নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারুকলার শিক্ষিকা ছিলেন। শনিবার সকালে শহরের কানাইখালী এলাকার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড করে প্রচার করেছেন ওই শিক্ষিকা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সংসদ সদস্যের পক্ষে ওই এলাকার আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বল বাদী হয়ে নাটোর