অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন ‘আনলক’

সোমবার ক্যালিফোর্নিয়ার শীর্ষ ফেডারেল প্রসিকিউটর এইলেন ডেকের এক বিবৃতিতে বলেন, আইফোনের তথ্য উদঘাটনে তদন্তকারীরা তৃতীয় পক্ষের সহযোগিতা পেয়েছেন। তবে তারা কারা তা উল্লেখ করেননি তিনি।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সান বার্নাডিনোর এক প্রতিবন্ধী সেবা কেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করেন সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিক। তবে তারা পুলিশের গুলিতে নিহত হন।
এ ঘটনার পর রিজওয়ানের আইফোনের তথ্য এফবিআই যেন হাতে পায় সেজন্য নতুন সফটওয়্যার চালু করতে গত মাসে একটি আদেশ দিয়েছিলেন আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই করছিল অ্যাপল।
তবে এফবিআই নিজেরাই আইফোন আনলক করতে পেরে সোমবার জাস্টিস ডিপার্টমেন্টের কর্মকর্তারা আদালতের ওই আদেশ প্রত্যাহারের অনুরোধ করেন।
এ বিষয়ে গত সপ্তাহে প্রসিকিউটররা জানিয়েছিলেন, বাইরের একটি দল অ্যাপলের সাহায্য ছাড়াই আইফোন আনলক করার একটি পদ্ধতি বের করেছে।
– See more at: http://www.manobkantha.com/2016/03/29/114499.php#sthash.Ctqtmfzk.dpuf