ক্রিকেট পাড়ার গুঞ্জন অধিনায়কত্ব ছাড়ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এমনকি বিষয়টি নিয়ে দেশি-বিদেশি মিডিয়ায় ফলাওভাবে প্রচার হতে থাকে বাংলাদেশ দলে নতুন অধিনায়কের আর্বিভাব গড়ছে। তাই সবার মনেই ঘুরপাক খাচ্ছে কে হচ্ছেন জাতীয় দলের পরবর্তী অধিনায়ক। আর এ ক্ষেত্রে অধিনায়ক হিসেবে সাকিব ও রিয়াদের নাম উঠে আসছে।
অধিনায়কত্ব ইস্যুতে রিয়াদ চুপ থাকলেও সাকিব জানিয়েছেন অধিনায়ক হতে চান না তিনি। কারণ অধিনায়ক হলে অনেক দায়িত্ব বেড়ে যাবে বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
দেশের দৈনিককে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘আসলে খোলামেলাই বলি, আমি এখন ওইভাবে চিন্তা করি না। নিজেকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও দেখি না। আমার আসলে অধিনায়ক হওয়ার ইচ্ছা নেই।’
এক সময় তিনি বাংলাদেশের অধিনায়ক ছিলেন, কিন্তু এখন কেন হতে চান চান না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, এখন চিন্তাভাবনা আলাদা। এখন চিন্তা করি দলের জন্য যতটুকু অবদান রাখা দরকার, ওইভাবে করতে চাই। অধিনায়ক হলে অনেক দায়িত্ব বেড়ে যাবে। পরিবার আছে, বাচ্চা হয়ে গেছে, আমি চাই পরিবারকে একটু বেশি সময় দিতে।