আচ্ছালামুআলাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো
আছেন। আমিও ভালো আছি।কিন্তু আমাদের এই ভালো থাকার পেছনেও কিছু ভালো না থাকার মানসিক কষ্ট লুকিয়ে থাকে।
তবে সেটা সবসময় নয়। তাই কষ্ট গুলো খুব
একটা বাইরে প্রকাশ হয়না। গোপনে থেকে যায় বা ঢাকা পড়ে যায় কিন্তু তার জন্য আমরা সবসময় আফসোস করে থাকি। হ্যা এবার আসল কথায় আসা যাক। আজ আমি আপনাদের শিখাবো কী ভাবে রবি দিয়ে ছবি সহ ফ্রি ফেসবুক চালাবেন, প্রথমে নিচের মত সেটিং করে নেন,
Name – trickbdno1.com
Apn- wap
Proxy – খালি থাকবে
Port – খালি থাকবে
এবার আপনার ওপরা মিনি তে যেয়ে
http://www.fb.com যান আর আনলিমিটেড ফ্রি ফেসবুক চালাতে থাকুন’
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে
অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয়
তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে
ভুলবেন না। কারন আপনাদের যেকোন
মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো
ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।
সর্বশেষ যে কথাটি বলবো,
সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে
আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী
টিউনে।