যে কাজগুলো করলে আপনার ফেইসবুক এ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে !

22
270

ফেইসবুক ব্যাবহার করেনা এমন লোকের সংখ্যা এখন খুবই কম। গুড়ো কিংবা বুড়ো সবাই ফেইসবুকে সড়ক । এ এমন এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেখানে ব্যক্তি নিজের আবেগ, অভিজ্ঞতা শেয়ার করে। কিছু বলার থাকলে বলতে পারে। কিন্তু ফেসবুক ব্যবহার করতে করতে আমরা কিছু বিষয়ে নজর দিই না। যে কারণে আমাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।
ফেসবুক যেখানে ব্যক্তিকে বিখ্যাত
ও জনপ্রিয় করে তুলতে পারে, সেখানেই ঠিকমতো ব্যবহার না করার কারণে ব্যক্তি এর সুযোগ- সুবিধে থেকে বঞ্চিত হতে পারে।
চলুন জেনে নিই, ঠিক কী কারণে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে –

১. অনেক সংখ্যক ওয়াল পোস্ট করলে এবং সেই ওয়াল পোস্ট একাধিক গ্রুপে শেয়ার করলে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।

২. টাইপিংয়ের কসরত কমাতে মেসেজে একই টেক্সট বারংবার টাইপ করলে ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্ট।

৩. ফেক অ্যাকাউন্ট বানালে সেটি ফেসবুক ব্লক করে দেয় নির্দিষ্ট সময় পর।
৪. ২০০টির বেশি গ্রুপ জয়েন করলে ব্লক হতে পারে অ্যাকাউন্ট।

৫. একই দিনে একসঙ্গে ১০০ থেকে ৫,০০০টি ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করলে ফেসবুক ব্লক করে দিতে পারে অ্যাকাউন্ট।

৬. বেআইনি বিষয়বস্তু পোস্ট করলে অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে।
কোনও ব্যক্তির উদ্দেশ্যে, ধর্মের বিরুদ্ধে কোনও কিছু পোস্ট করলে ব্লক হয়ে যেতে পারে ফেসবুক অ্যাকাউন্ট।

৭. অ্যাডাল্ট বিষয়বস্তু, লাগাতার খারাপ ছবি পোস্ট করলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে।

৮. কোনও ব্যক্তিকে বারবার পোক করলে অ্যাকাউন্ট হতে পারে ব্লক।

৯. অ্যাকাউন্ট হ্যাক হলে তা জেনে যায় ফেসবুক সার্ভার। সেটি ব্লক হয়ে যায়।

১০. ভুল পাসওয়ার্ড বারবার ইন্টার করলেও হতে পারে অ্যাকাউন্ট ব্লক।

১১. ব্যক্তির কোনও প্রোডাক্টের বিজ্ঞাপন বারংবার পোস্ট করলেও ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।

যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই comment করতে ভুলবেন না। আর হে আপনাদের comment আমাদের পরবর্তী টিউন করার প্রেরণা যোগাবে।

সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন,TrickBDNo1.com এর সাথেই থাকুন।

আমি

           আব্দুল্লাহ আল জোবায়ের সাকিব

 আবার আসিবো ফিরে

   Trickbdno1.com এ নতুন টিউনে এ আপনাদেরই ভিরে।

 

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here