হ্যালো বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন। আমিও আমার টিম নিয়ে অনেক ভালো আছি। টেকটিউনস এ এর আগে বেশ কয়েক বার টিউন করে ছিলাম। গেমের বিষয় নিয়ে। হয়তো বা অনেকে টিউনটা দেখেছেন আবার অনেকে দেখেননি। আমি এটাই বলতে চাচ্ছি। বর্তমান ফ্রিলান্সার ও আউটসোর্সিং করে অনেকেই সফল হতে পারছেন না। অনেক ঘুরাঘুরি করছেন, অনেক যায়গায় যেয়ে টাকা ইনবেস্ট করছেন। আবার অনেক লোকের প্রতারনার ফাদে পরছেন। কিন্তু অনলাইনে ইনকামের সঠিক পথ পর্যন্ত যেতে পারেন নি। আমি শুধু এটুকু বলবো যে, আপনি গেমের মাধ্যমে খুব অল্প সময় ব্যায় করে খুব ভালো পরিমান ডলার কামাতে পারবেন (100%) কথাটা একদম সত্য। আমি ইন্টারন্যাশনাল গেমের টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি যানি, যেই বিষয়ের উপর আপনাদেরকে কাজ শিখাবো সেটা একটি ব্যাট ইফেক্ট আছে। কিন্তু কি করার আছে বলুন, আপনারা অনলাইনে হাজার ঘুরা ঘুরি করার পরও কিছু করতে পারবেন না। ব্যাট আপনি গেমের টেকনিক জানার পর, আপনার লাইফটাই ঘুরে যাবে। আমি এই টেকনিক কারো সাথে শেয়ার করতাম না। একটি কারনেই শেয়ার করলাম সেটা শুধু, যারা অনেক ঘুরা ঘুরি করাছেন অথচো কোন পথ খুজে পাচ্ছেন না যে, সেই পথ ধরে হাটবেন। হ্যা বন্ধুরা আমি সত্যিই বলছি অনেক পরিমান ডলার আপনারা এই গেম খেলে কামাতে পারবেন। আর আপনার পরিবারটাকে খুব সুখে শান্তিতে রাখতে পারবেন। আমি চাই আমার উচিলাই, আর এই টেকটিউনস ওয়েব সাইটের উচিলায়। আপনি আপনার লাইফটাকে নতুন করে ইনজয় করুন। কোন দিন কল্পোনাও করতে পারবেন না, কি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গেম খেলে যদি আপনার আর আমার পরিবারটা যদি ভালো মন্দো চলতে পারে, তাতে দোশটা কি বলুন। যে এই গেম খেলাকে খারাপ দিক নিয়ে ভাববে, আমি মনে করি তার চেয়ে বোকা আর কেউ নেই। আর খারাপ মন্তবো যদি করে থাকে, আমি মনে করবো সে কারো ভালো চায় না। আজ আমি যেই টেকনিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেই টেকনিক অনেক সাধনা করে হাসিল করা লেগেছে আমাদের। হয়তো অল্প কিছুখোন দেখার পর আপনি ইজি ভাবে বুঝে যাবেন টেকনিকটি। অথচো এর মূল্যটা যে কোত প্ররিমান, যে ব্যক্তি জয়েন্ট হয়েছে একমাত্র সেই তার সম্মানটা দিচ্ছে। তাই বলবো যারা এখনো জয়েন্ট হোননি, তারা খুব দুরুতো জয়েন্ট হোন। এটা কোন ফেক বিষয় না যে, আপনাদের সাথে শেয়ার করেছি। এই সাইটের বিষয়ে খোজ নিন ভালো করে। সব যানতে পারবেন। বিশ্বের অনেক দেশ থেকে এই সাইট থেকে ডলার কামাচ্ছে। সবাইতো আর গেম খেলে জিততে পারে না। কাউকে না কাউকে হারতে হয় অবশ্যই। কিন্তু শুধু মাত্র বাংলাদেশের পেলেয়াররা জিতবে। কারনটা তো বললাম, কারন হলো গেমের টেকনিক জানার পর আর গ্রুপে জয়েন্ট হওয়ার পর। শুধু মাত্র তারাই গেমে খেলাতে জিতবে। নিজে নিজে কেউ যদি অ্যাকাউন্ট খুলে গেম খেলে আয় করতে চান, আপনি কিন্তু গেমে হেরে যাবেন। ভুলেও কেউ এই কাজ করিয়েন না। কেউ অ্যাকাউন্ট খোলার আগে সিক্রেট গ্রুপে অ্যাড হোন তারাতারি। (30তারিখ পর্যন্ত একটি অফার চলছে, কল করে বিস্তারিত যেনে নিবেন সবাই)
https://www.youtube.com/watch?v=6mXvsiWQ0JE