আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে???? আশা করি ভালই আছেন। টাইটেলটা তো দেখেছেনই তো চলুন সরাসরি টিউনে চলে যাই।
এবার আপনার ফোন দিয়ে শুনবেন বন্ধু,বান্ধব বা অন্য যে কারও কথা।
আজকে আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করবো হয়তো অনেকে পুর্বে থেকে জানেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই টিপস। আপনার কি সন্দেহ আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কিংবা অন্য কারো ওপর? আপনি কি মনে করেন আপনার পরিচিত সেই ব্যক্তিটি আপনার অনুপস্হিতিতে অন্য কারো সাথে কথা বলে, যা আপনার কাম্য নয়। আপনি কি জানতে চান কি কথা বলে তাহলে এই অ্যাপস আপনার জন্যই। এই অ্যাপসটি যাকে আপনি সন্দেহ করেন, তার ফোনে ইন্সটল করে দিন ব্যাস আপনার কাজ শেষ।
এখুন শুনুন সে কি কথা বলে অন্যদের সাথে।
তো চলুন এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।
অ্যাপটি যেভাবে কাজ করেঃ অ্যাপটি প্রথমে ফোন এর সকল কল রেকর্ড করে তারপর আপনি রেকর্ড এর জন্যে অনুরোধ করলে আপসটি সকল রেকর্ড সার্ভারে আপলোড করে দেয়। এমন অসাধারন apps এর জন্য like comment and share হবে না???? নিত্য নতুন trick পেতে trickbdno1.com এর সাথেই থাকুন……..