আগের বৃত্তে থাকছে না ওয়ানডে দল। ওয়ানডে দলে আমূল পরিবর্তন। নতুন করে প্রবেশ করছে ৩ সদস্য। আইসিসিই দিয়েছে এই বড় পরিবর্তনের খবর।
পাল্টে যাচ্ছে ক্রিকেটের চিত্র। আগের মত মোটেই থাকছে না এই অঙ্গন। নিত্য নতুন প্লান নিচ্ছে আইসিসি। ১০ দলের ওয়ানডে দল না রাখার পক্ষে আইসিসি। আরও ৩টি দলকে সুযোগ করে দিতে চায় এই প্রতিষ্ঠান।
আফগানিস্তান ও আয়্যারল্যান্ড নিশ্চিত নতুন দল হিসেবে। অন্যদিকে তৃতীয় দল হিসেবে ভাবা হচ্ছে নেপালের কথা। আগামী অক্টোবরে আইসিসির বোর্ড মিটিংয়ে পাশ হওয়ার পথে এই সিদ্ধান্ত।
২০১৯ সাল থেকে এই পদ্ধতি চালু করতে চায় আইসিসি। প্রতিটি দল ৩ ম্যাচের সিরিজ খেলবে। ৩ বছরে প্রতিটি দলের সাথে ৩৬টি ম্যাচ খেলা হবে সবগুলো দলের। পরের বছর বিশ্বকাপের জন্য দল বাছাই করা সহজ হবে আইসিসির। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি।