জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। সোমবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে এই সিদ্ধান্তের কথা জানালেন আর্জেন্টিনা অধিনায়ক।
হারের পর বিষন্ন মেসি আর্জেন্টিনার একটি স্পোর্টস চ্যানেলকে স্বাক্ষাৎকারে মেসি জানান, তিনি আর জাতীয় দলের হয়ে খেলবেন না।
মেসি বলেন, ‘আমার জাতীয় দলে খেলা শেষ। আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পারিনি। চ্যাম্পিয়ন হতে না পারাটা খুব কষ্টের।’
কেন এমন হল…
চিলির বিপক্ষে কোপার ফাইনালের টান টান উত্তেজনার ম্যাচটি অতিরিক্ত সময়ের পর পেনাল্টিতে গড়ায়। আর প্রথম পেনাল্টি মিস করেন মেসি। ৪-২ গোলে চ্যাম্পিয়ন হয় চিলি।
২০০৫ সালে অভিষেকের পর এ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন মেসি।
এ সময়ের মধ্যে দলকে বড় কোনো শিরোপা উপহার দিতে পারেনি ফুটবল জাদুকর।
২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠলেও জার্মানিকে হারিয়ে শিরোপা জিততে পারেনি মেসি।
যেন বিশ্বাসই করতে পারছেন না পেনাল্টি মিস হয়েছে তার…
এছাড়া কোপা আমেরিকার তিন আসরে ফাইনালে উঠলেও (২০০৭, ২০১৫ ও ২০১৬) শিরোপার স্বাদ পায়নি মেসির আর্জেন্টিনা।
জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা না জিতলেও তার ঝুলিতে আছে পাঁচটি ব্যালন ডি’অর, যুব বিশ্বকাপ, অলিম্পিক শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ক্লাব বিশ্বকাপ।