আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। আমিও আপনাদের দুয়াই অনেক অনেক ভাল আছি,।সবার সুস্থতা কামনা করে আমি সুরু করছি।
হেড লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আপনার এতদিনের পুষে রাখা স্বপ্ন বাস্তবে রুপ নিবে কারন Apps টা দিয়ে আপনি ভিডিওর মাঝে অন্যের মাথা কেটে বা শরীর কেটে আপনি অন্যের মাথা লাগিয়ে দিতে পারবেন বা শরীর।
অনেক বক বক করলাম এবার আসল কথায় আসি।
যেভাবে কাজ করবেন : ১। প্রথমে apps টি ইনস্টল দিন Open করুন।
২।Open as এ কিল্ক করে আপনার পছন্দের Video টি সিলেক্ট করুন।
৩।তার পর আপনি চাইলে ভিডিও টি ওখানে Option এ ক্লিক করে cut,joind,text,chang sound,imge joind,cut to image, sowerd ইত্যাদি করতে পারবেন।
বি:দ্র: Apps টিতে আরো অনেক কিছু কাজ আছে যা সময় সল্পতার জন্য দিতে পারলাম না। আপনারা কষ্ট করে খুজে নিবেন।
আপ টি খুব সহজে ডাউনলোড করতে ক্লিক করুন:
ডাওনলড করার পদ্ধতি : প্রথমে লিংকে যান তার পর সব নিচে, সবুজ কালারের নিচের টিক চিনহ টি উঠিয়ে ফেলুন এবার সেই dawnload এ ক্লিক করুন। তার পর click here to dawnload এ ক্লিক করুন ব্যাস এবার খুব সহজে ডাওনলড করে ফেলুন এই অসাধারণ আপ্সটি।
আজকের মতো বিদায় নিলাম। আবার কোনদিন এরকম একটি New Apps নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। ধন্যবাদ
ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।