কোন ভুল হলে ক্ষমা করবেন।
আবারো আমি আপনাদের সামনে হাজির হয়েছে।এবার নিয়ে এসেছি Mx player pro+Mx player এর latest version নিয়ে v1.8.6(pro+moded)
এটি আজেই আপডেট হয়েছে(last update 22Aug 2016)
এটি পেইড অ্যাপ প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না।আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।
App name:Mx player pro+moded version!
Size:15mb
Mx player এর নাম শুনেন নি এমন কোন এন্ড্রয়েড ফোন ইউজার আছে বলে আমার মনে হয় না।প্লে স্টোর এ সব থেকে বেশি ডাউনলোড +ভোট প্রাপ্ত প্লেয়ার এটি।
ভিডিও গান,মুভি দেখতে কে না ভালবাসে তা আবার গান যদি হাই কোয়ালিটির হয় তাহলে তো কথায় নাই কিন্তু অনেক ফোনে হাই কোয়ালিটি গান সাপোর্ট করে না আটকে যায়।তখন আসলে মন খারাপ হয়ে যায়।কিন্তু আপনি mx player দিয়ে সে হাই কোয়ালিটির গান গুলা খুব সহজে চালাতে পারবেন।
Mx player এর ফাংশন গুলা খুব সুন্দর সাথে ইচ্ছা মত ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়।
এখানে আপনি যদি চান আমি ভিডিও শুনব না অডির শুনব তাও পারবেন কারন ব্যাকগ্রাউন্ড এ আপনি মিউজিক প্লে করতে পারবেন।
এটি যেহেতু একদম নিউ ভার্সন তাই অনেক ফিচার এড করা হয়েছে ব্যবহার করে দেখুন ভাল লাগবে।আর যেহেতু এটি আপডেট ভার্সন তাই অনেক বাগ ঠিক করা হয়েছে।
এখন আপনারা যাদের যেটা ইচ্ছা ডাউনলোড করে নিন আমি প্রো+ফ্রি ২ ভার্সন ই আপনাদের জন্য নিয়ে এসেছি।আর হ্যাঁ Codec টাও অবশ্যয় ডাউনলোড করে নিন Codec ছাড়া ওপেন হবে না।
আর আরেক টা মূল কথা অনেকেই বলেন ভাই আমার ফোনে Not installed দেখাচ্ছে কেন,আপনাকে অবশ্যয় আগের mx player uninstall করতে হবে।
Mx player pro v1.8.6:click here
Mx player v1.8.5:click here
Mx player codec:click here
[[N.B link এ গিয়ে slow download এ ক্লিক করবেন তারপর captcha coad টা দিয়ে Download link এ ক্লিক করবেন পরের পেজে App টা নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে]]