ইউটিউব অনলাইন সার্পোট : টপিক নির্বাচন How to create gmail ID

21
310

আপনারা সকলেই আমার ইউটিউব অনলাইন সাপোর্ট এর ব্যাপারটা সম্পর্কে অবগত আছেন। যারা এখনোজানেন না তারা

একটি জিমেইল আইডি। না থাকলে এখনি সাইন আপ করে নিন। প্রথমে চলে যান Gmail.com এ। যাওয়ার পর নিচের ছবির মতো দেখতে পাবেন :

Create Account এ ক্লিক করুন।

নিচের ছবির মতো আসবে :

আপনার নাম, পছন্দের একটি মেইল দিন পাসওয়ার্ড দিন একটি ,মোবাইল নাম্বার দিন বাংলাদেশ সিলেক্ট করে। মনে রাখবেন মোবাইল নাম্বার আপনার সাথেই থাকতে হবে। কারণ ভেরিফাই এর জন্য একটি কোড যাবে আপনার মোবাইল এ। সাইন আপ এ ক্লিক করলে নিচের পেজ এর মতো আসবে
I Agree তে
ক্লিক করুন।ক্লিক করার পর মোবাইল নাম্বার ভেরিফাই এর পেজ আসবে। Continue তে ক্লিক করলে মোবাইল এ একটি মেসেজ আসবে।মেসেজ থেকে কোড
নিয়ে বসিয়ে অকে দিলে নিচের পেজের মতো আসবে :

আপনার জিমেইল আইডি তৈরি করা হয়ে গেলো। এবার আসুন ইউটিউব নিয়ে। প্রথম কাজ আপনার চিন্তা করা আপনি কি নিয়ে কাজ করবেন।

১) টেকনোলজি নিয়ে টিউটোরিয়াল?

২) গান গাইতে জানেন?

৩) নাচতে জানেন?

৪) বন্ধুদের সাথে মজা করতে ভালোবাসেন?

৫) রান্না পারেন?

৬) কাগজ দিয়ে,কাপড় দিয়ে কিছু বানাতে জানেন ?

৭) যন্ত্রপাতি ভালোবাসেন?

৮) অন্য কোন কিছু যা আপনি জানেন?

হতে পারে ছোটখাটো বিভিন্ন জিনিস। আপনি ভালো ম্যাথ পারেন ,ভালো ইংরেজি পারেন এরকম হাজার হাজার জিনিস আছে। নিজেকে নিয়ে চিন্তা করুন।কোন কাজ টা আপনি ভালো পারেন ? নিজে কে নিজে প্রশ্ন করুন ? আপনি কে ? কি পারেন ? কি করবেন ? এতদিন কি করেছেন ? দেখবেন নিজের সম্পর্কে জানা অজানা অনেক কিছুই বের হয়ে আসবে। আজ এখানেই শেষ করব। আপনার কাজ কি ?

টপিক খুজে বের করা। কি নিয়ে কাজ করবেন তা ঠিক করা। আপনি যদি ঠিক করতে পারেন কি নিয়ে কাজ করবেন তাহলে আমি আপনার সাথে আছি ফুল সাপোর্ট দিয়ে। আপনার দায়িত্ব শুধু এখন কি নিয়ে কাজ করবেন তা বের করা। কি নিয়ে কাজ করবেন তা?

Group এ টিউন করুন। অই টপিক নিয়ে আপনি কতটুকু ভালো জানেন তা আলোচনা করুন টিউন এ। আমি টিউন দেখব।আপনি যদি টপিক নির্বাচন করতে পারেন আপনি কি জানেন তাহলে আমি শেষ পযন্ত আপনার সাপোর্ট এ আছি। Group এ টিউন করার সময় হ্যাশ ট্যাগ ব্যবহার করুন #Youtube_Online_Support যারা নিজে কি নিয়ে কাজ করবেন তা ঠিক করতে পারবেন স্বাগতম তাদের।তাদের জন্য একটি সিক্রেট Group ক্রিয়েট করে নিয়মিত তাদের সমস্যা নিয়ে আলোচনা ও ধাপে ধাপে ভিবিন্ন বিষয়ে টিউটোরিয়াল দেওয়া হবে। সব টিউটোরিয়াল সবার জন্য। পাবলিক

Group টিউন হবে। কিন্তু সাপোর্ট তারাই পাবেন যারা আমার টিউটোরিয়াল দেখে তার প্রয়োগ করবে আজকেই প্রমাণ হয়ে যাবে এই টিউটোরিয়াল পড়ে কত জন আমার কথা শুনে কাজ করলো আর আমার সাথে থাকবে।

আপনাদের নিকট সময় ২ দিন টপিক নির্বাচন এর জন্য।অনলাইন কোর্স এ আপনি থাকছেন নাকি থাকছেন না এর মাধ্যমেই নির্বাচন করা হবে। আর ভালো কথা কি টপিক নিয়ে কাজ করবেন বুঝে উঠতে পারছেন না তারজন্য আমি আছি।

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here