বাথরুমে গিয়ে বিরক্ত তাই বাথরুমেও স্মার্ট স্পিকার বসে বসে গান শুনুন !

22
359

বাথরুমের পরিবেশ বদলে দিতে পারে সামন্য একটি ডিভাইস। এটা একটা গেইম চেঞ্জিং বিষয়ও হয়ে উঠতে পারে যে কারো দূরদর্শিতায়।

Image result for Toilet speaker device

বাথরুমে গান শুনতে এমন আইডিয়ার বিকল্প কিছু নাও হতে পারে। এক্সএক্সএল শাওয়ার স্পিকার বাথরুমের জন্য বিশেষভাবে তৈরি।

এমন কিছু ফিচার আছে ডিভাইসটিতে যে, যেকেউ স্পিকারটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এমনকি এটি পানি নিরোধী ফিচারটি এটির জন্য বিশেষভাবে তৈরি করা।

speker-techshohor

এতে রয়েছে উচ্চগতির সাউন্ড। গভীর বেইজ। ব্লুটুথ ৪ প্রযুক্তির সংযোগ দেওয়া যাবে ফোনসহ অন্যান্য ডিভাইসে।
এছাড়াও আপনি এই স্পিকার দিয়ে বাথরুম থেকেই ফোনে কথা বলতে পারবেন। যেটা মনে হবে না যে, সেটা বাথরুম থেকে কথা বলা হচ্ছে। কথা হবে খুব পরিষ্কার।

 

Image result for Toilet speaker device

স্পিকারটি দেখতে একটি কাপের সমান। দীর্ঘ ব্যাটারি লাইফের এই স্পিকারটির সাধারণ দাম ৯৯.৯৯ মার্কিন ডলার। তবে বিশেষ ছাড়েও স্পিকারটি কেনা যাবে।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here