Computer ভালো রাখার জন্য যে আটটি কাজ করা জরুরী

22
396

আপনার কম্পিউটার ভালো ও ফাস্ট রাখার জন্য অবশ্যই কিছু কাজ করা জরুরী।যা দ্বারা আপনার কম্পিউটার সব ধরনের  ভাইরাস মুক্তি পাবে ।
যেমনঃ-
১.ভালোমানের এন্টিভাইরাস লাগাতে হবে।(যেমনঃউইন সিকরো,কেসপাই,Eset, আমাদের ওয়েবসাইটেই আছে)
২.কম্পিউটার ওপেন করার পর কিছুসময় হাত দিয়ে Refresh করতে হবে।
৩.কম্পিউটার এর Start মেনুতে গিয়ে Run বক্সে %Temp%,Temp,Recent লিখে এন্টার দিবেন।এবং এখানে যা আসবে সব ডিলিট করে দিবে।
৪.বেশি বেশি মেমুরী,পেনডাইভ বা USB Cable এর মাধমে মোবাইল লাগানো খেকে সবসময় বিরত থাকতে হবে।

৫. Ccleaner সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন । কম্পিউটার clean রাখতে এটা সাহায্য করবে।

৬.ঝুঁকিপূর্ণ , ম্যালওয়ারে, ভাইরাস সাইট ভিজিট হতে বিরত থাকুন।

৭.ক্র্যাক , প্যাচ, সফটওয়্যার ব্যাবহারে সাবধান থাকুন।

৮.উইন্ডোজ ডিফেন্ডার অন করে রাখুন।

ধন্যবাদ আইটি ডক্টর ২৪ ডট কমের সাথে থাকুন।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here