ইংল্যান্ডে বল হাতে আমিরের বিধ্বংসী রূপ

26
366

দেওয়ার এখনো অনেক বাকি আছে’ প্রমাণ করেই চলেছেন মোহাম্মদ আমির। গত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শুরুর দিকে বল হাতে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন তিনি। ভারতকে হারিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের উৎসব শেষ হয়েছে, কিন্তু ইংল্যান্ডে আমিরের বোলিং জাদু চলছেই। এসেক্সের হয়ে কাউন্টি খেলছেন বাঁহাতি এই্ পেসার। কাল বল হাতে নাচিয়ে ছাড়লেন ইয়র্কশায়ারের ব্যাটসম্যানদের।

mohammad amir test

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানের গুটিয়ে গেছে ইয়র্কশায়ারের ইনিংস। আর এর পুরো কৃতিত্ব আমিরের। এসেক্সের হয়ে ১১.২ ওভার বোলিং করে চার মেডেনে আমির রান দিয়েছেন মাত্র ১৮। আর তুলে নিয়েছেন পাঁচ পাঁচটি উইকেট। পরে ব্যাট করতে নেমে ব্যাট হাতেও দাঁড়িয়ে গেছেন তিনি।

জবাব দিতে নেমে এসেক্সের ইনিংসও সুবিধা মতো এগোয়নি। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ১৮৮ রান তুলতে আট উইকেট হারিয়ে ফেলেছে এসেক্স। তবে এই আটজনের মধ্যে মোহাম্মদ আমিরের নাম নেই। দিন শেষে ১১ রানে অপরাজিত পাকিস্তানি পেসার।

পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে বল হাতে আগের সেই আমিরকে দেখা যাচ্ছিল না। পাকিস্তানের নিয়মিত একাদশে জায়গাও হারিয়েছিলেন আমির। তবে সম্প্রতি যেন নিজের আগেই সেই ধার ফিরে পেয়েছেন আমির। দুর্দান্ত বোলিং করছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর জুড়ে দারুণ বোলিং করে গেছেন। ভারতের বিপক্ষের ওই বোলিংটাকে তো অনেক দিনই মনে রাখবে ক্রিকেট। তার ধারাবাহিকতা হিসেবে কাল কাউন্টিতে আগুন ঝড়ানো। সত্যি দেওয়ার আরো অনেক বাকি আছে ২৫ বছর বয়সী আমিরের!

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here