আপনার আশাপাশে কী কী আছে তা জানাবে মোবাইল অ্যাপ

21
351

আইটি-ডক্টর২৪ রিপোর্ট-আপনি ঘুরতে গেলেন নতুন কোনো স্থানে। পকেটের টাকা ফুরিয়ে গেলো, এটিএম বুথ থেকে টাকা তুলতে হবে। কিন্তু জানেন না কোথায় অবস্থান এটিএম বুথের। এমন কি আশেপাশে কেউ নেই যে বলে দেবে এটিএম বুথ কোনদিকে রয়েছে।

   World Around Me- screenshot

এমন পরিস্থিতিতে অনেকেরই পড়তে হয়। বিশেষ করে ভ্রমণপিপাসু হযলেতো কথায় নেই। এই ধরণের ঝামেলা থেকে মুক্তি দেবে ‘ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি’ নামের মোবাইল অ্যাপ।

   World Around Me- screenshot

কী ফিচার রয়েছে অ্যাপটিতে

অ্যাপটি ইউজার ইন্টারফেস বেশ সুন্দর ও ছিমছাম। ফলে প্রথম দেখায় অ্যাপটি ভালো লাগবে ব্যবহারকারীদের।

অ্যাপটির সাহায্যে ব্যবহারকারী লোকেশন অনুযায়ী প্রয়োজনীয় প্রতিষ্ঠান, খাবার দোকান, পার্ক, ব্যাংক, এটিএম বুথ, সিনেমা হল, বাস স্টেশন, হাসপাতাল, শপিং সেন্টার, মসজিদ ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।

   World Around Me- screenshot

 

অ্যাপটি চালু করে ক্যাটাগরি থেকে নির্বাচন করে নিতে হবে কোন স্থানের তথ্য প্রয়োজন। তারপর ক্যামেরা চালু হবে এবং স্থানটি কোন দিকে রয়েছে তা স্ক্রিনে দেখা যাবে।

প্রয়োজনীয় স্থানটি খুঁজে পেলে তাতে ক্লিক করলে পুরো ঠিকানা দেখা যাবে।

চাইলে অ্যাপটিতে পছন্দ স্থান যুক্ত করা যাবে।   World Around Me- screenshot

   World Around Me- screenshot

   World Around Me- screenshot

   World Around Me- screenshot

অ্যাপটি সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর, এটি ব্যবহার করতে হলে অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে অবশ্যই।

এই ঠিকানা থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে নেয়া যাবে।

21 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here