বাড়িয়ে নিন যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের গতি

12
356
6341_a104d507cdf53a79806a4a00478c2a40-android_thumb_big অ্যান্ড্রয়েড ফোনে ১২টি সুবিধাজনক কৌশল

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। অনেকদিন হয় টিউন করিনা। পরীক্ষার কারণে সময় পাইনা। পরীক্ষার কয়েকদিন গ্যাপ থাকার কারণে লিখার সূযোগ পেলাম। আজ আমি দারুণ একঠ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। মোবাইল কয়েকদিন ব্যাবহার করলেই স্লো হয়ে যায়। আমি এখন আপনাদের সাথে এমন একটি এপ শেয়ার করব যার সাহায্যে আপনার মোবাইলকে ফাস্ট করে নিতে পারবেন। তাহলে বিস্তারিত দেখুন।

এই এপটি আপনার মোবাইলকে ক্লিন আর ফাস্ট রাখতে সাহায্য করবে আগের তুলনাতে অনেক বেশি। এটি একটি চরম র‍্যাম বোস্টার এর সাহায্যে খুব সহজেই আপনার র‍্যাম বোস্ট করে নিতে পারবেন।

আপনার মনে প্রশ্ন আসতে পারে এই এপটি কিভাবে আপনার মোবাইলকে ফাস্ট রাখবে?
১) এটা আপনার মোবাইলের সকল অব্যাবহ্রিত এবং অপ্রয়োজনীয় এপগুলো বন্ধ করে রাখে।

২) এটা সময়িক ক্যাচ ক্লিন করে এবং মেমরি পরিস্কার রাখে।

৩) এটা আরও আনওয়ান্টেড তাস্ক গুলো ক্লিন করে।

৪) এটা আপনার মোবাইলের মেমরি ট্রয়াক করতে থাকে।

ওয়াই ফাই রাউটার ‘র গতি ডবল করুন সেরা ৭ উপায়ে

বৈশিষ্ঠঃ
– র‍্যাম বৃদ্ধি করে আর মোবাইলকে ফাস্ট রাখে
– মেমরি পরিস্কার রাখে
– ক্যাচ ক্লিয়ার রাখে
– মেমরির তথ্য
– টাস্ক কিলার
– এটা সম্পূর্ণ ফ্রি

এই এপটি এর আগে কেউ আপনাদের সাথে শেয়ার করেছে কিনা জানিনা। তবে আমি প্রথম শেয়ার করছি। কারো প্রয়োজন মনে হলে ডাউনলোড করতে পারেন।
Software Name: RAM Speed Booster.Apk
প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে এখানে যান।

প্লে-ষ্টোর থেকে ডাউনলোড করতে কুন সমস্যা হলে নিচে থেকে ডাউনলোড করতে পারেন।
Download:RAM Speed Booster

আশা করি Softwareটি সবার ভালো লাগবে। আপনাদের যদি কারো পছন্দের গেম,এপ থেকে থাকে রিকোয়েষ্ট করতে পারেন আমি যথা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।ভালো থাকবেন সবাই। ধন্যবাদ

আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন? এই বিষয়ে আই টি ডক্টর ২৪. কম থেকে কিছু টিপস।

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here