Andoried ফোনকে মডেম হিসেবে use করতে

24
416
জরুরি প্রয়োজনে ল্যাপটপ কিংবা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হয়। তখন আমরা ব্রডব্যান্ড বা মডেমের সাহায্য নিই। অ্যান্ড্রয়েড ফোনকে খুব সহজেই কম্পিউটারের মডেম হিসেবে ব্যবহার করা যায়।
এ জন্য ফোনের ডাটা কানেকশন চালু করে ফোনটিকে ডাটা ক্যাবল দিয়ে পিসির সাথে সংযুক্ত করতে হবে। এরপর ফোনের সেটিংস থেকে Tethering & Portable Hotspot অপশন যেতে হবে। এবার সেখান থেকে USB Tetheringচালু করে দিলেই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here