সাইবার হামলা মোকাবেলা দক্ষতায় এগিয়ে বাংলাদেশ

24
391
মঙ্গলবার কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআরআইটি) এর প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, ইসলামিক কো-অপারেশন কম্পিউটার সাইবার চুক্তির মাধ্যমে সাইবার হামলার লক্ষ্যমাত্রা কমাতে সক্ষম হয়েছে। অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)- কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিইআরটি) একটি আন্তর্জাতিক প্লাটফর্ম যার মেম্বাররা মূলত অরগানাইজেশন অব দ্য ইসলামিক কো-অপারেশন (ওআইসি)র তালিকাভূক্ত, যারা সাইবার সিকিউরিটি ও নলেজ শেয়ারিং নিয়ে কাজ করছে। বাংলাদেশি সাইবার সিকিউরিটি প্লাটফর্ম বিজিডি ই-গভ. কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি) ১১টি দেশে থেকে প্রতিক্রিয়া অর্জনের ক্ষমতা অর্জন করেছে। এই ১১টি  দেশের মধ্যে রয়েছে- ভারত, ব্রুনাই,মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, শ্রীলঙ্কা, তাইওয়ান এবং তিউনেশিয়া। বাংলাদেশ ই-গভ.কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমটি তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য গঠন করা হয়ে ছিলো।
এর আগে আইসিটি ডিভিশনের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেছে। বর্তমানে আইসিটি বিভাগের এক কর্মকর্তা ওআইসি- সিআইআরটি’র সদস্যপদ লাভ করেছে। এই কর্মকর্তার সঙ্গে ওআইসি-সিআইআরটি’র প্রথম সাইবার নিরাপত্তা চুক্তি হলো। সাইবার নিরাপত্তা ও মানব পাচারে সম্মুখীন অন্তত ২২টি দেশের সরকারের সাইবার নিরাপত্তা প্লাটফর্মটির জন্য সিএসআইআরটি অর্জনগুলো নিজ নিজ ওআইসি-সিইআরটি দলকে মূল্যায়ন করে। ওআইসি- সিআইআরটি চুক্তির মূল উদ্দেশ্য হলো – সাইবার হামলা মোকাবেলায় পরিমাপ করে দক্ষতা ও প্রস্তুতি পরিচালনায় সমন্বয় করে।

24 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here