ঔষধ বেচবে অ্যামাজন

13
349

জেফ বিজস এর দ্বারা প্রতিষ্ঠিত অ্যামাজন সর্বপ্রথম অনলাইন বুকস্টোর হিসেবে ব্যবসা শুরু করলেও বর্তমানে এদের ব্যবসা বহুমুখী। এটি একটি আমেরিকান ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান। এর প্রধান অফিস সিয়াটল, ওয়াশিংটনে অবস্থিত।

সম্প্রতি জানা যায়, এবার হয়তো ওষুধ ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি এর মাধ্যমে জানা যায়, যদি প্রতিষ্ঠানটি এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে তারা তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দল আরও বড় করবে। এ দলে যোগ করা হবে ওষুধ সরবরাহ বিশেষজ্ঞদের।

আমেরিকান উক্ত সংবাদ মাধমে জানা যায়, শেষ এক বছরে অ্যামাজনে ওষুধ বাজারে প্রবেশের সম্ভাবনা নিয়ে বিভিন্নজনের সঙ্গে পরামর্শ করেছে, নিয়োগও দেওয়া হয়েছে অনেককে। এ নিয়ে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট এরিক ফ্রেঞ্চ-এর নেতৃত্বে চালু করা হয়েছে গবেষণা। স্বাস্থ্য বিমা সেবাদাতা প্রতিষ্ঠান প্রিমেরা ব্লু ক্রস থেকে মার্ক লিয়ন্স-কে নিয়ে আসা হয়েছে বলেও সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন। চলতি বছর মে মাসে প্রতিষ্ঠানটি তাদের ওষুধ শিল্পে বিস্তার পরিচালনায় একজন মহাব্যবস্থাপকের সন্ধান শুরু করে। প্রতিষ্ঠানের বাইরে ওষুধ শিল্পে বিস্তার না বলে, এ বিভাগকে ‘হেলথকেয়ার’ নাম বলা হচ্ছে।

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here