Gmail এ অপঠিত ইমেইলের সংখ্যা দেখার উপায়

10
354

অফিসের জরুরি মেইল আসবার কথা কিন্তু ভিন্ন একটি কাজে ব্যস্ত আপনি। একটু পর পর ব্রাউজারের অন্য ট্যাবে জিমেইলে উঁকি মারছেন মেইল দেখার জন্য। এতে বর্তমানে যে কাজটি করছেন তাতে অসুবিধা হচ্ছে।

তবে এখন কষ্ট করে আলাদা  ট্যাবে  না গিয়েও দেখে নিতে পারেন নতুন মেইল এসেছে কিনা। এর জন্য আলাদা কোনো সফটওয়‍্যারের প্রয়োজন হবে না। জিমেইল থেকেই মাত্র কয়েক ক্লিকেই কাজটি করে নেওয়া যাবে। সুবিধাটি চালু করলে নতুন কোনো ইমেইল এলেই জিমেইল ট্যাবের উপরে অবস্থিত অপঠিত ইমেইলের সংখ্যা নির্দেশক লেখাটি বদলে যাবে।

কিভাবে কাজটি করতে হবে এই টিউটোরিয়ালের মাধ্যমে তা তুলে ধরা হলো।

প্রথম জিমেইল লগইন করে উপরে ডান পাশে থাকা সেটিং আইকনে ক্লিক করে ‘সেটিংস’ অপশনে যেতে হবে।

এরপর সেটিংস অপশন থেকে ‘labs’  ট্যাবে  ক্লিক করতে হবে।

তারপর ‘Available Labs’ সেকশন থেকে Unread Message Icon এর পাশের Enable এর উপর ক্লিক করতে হবে।

সর্বশেষ ‘Save Changes’ বাটনে ক্লিক করলেই সুবিধাটি চালু হয়ে যাবে।

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here