পিএসএলের নিলামে বেশ কয়েকজন বাংলাদেশি

22
395

আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। আসরটি শুরু হতে সময় আছে বেশ কিছুদিন, কার্যক্রম বসে নেই। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসটির প্লেয়ার ড্রাফট বসছে আজ। এরই মধ্যে প্লেয়ার ড্রফটের তালিকা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এবারের নিলামে ২০০ জন বিদেশি ও ৫০১জন স্থানীয় ক্রিকেটারকে রাখা হয়েছে।

তবে এবারের পিএসলের প্লেয়ার ড্রাফটের খসড়া তালিকায় বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন।  তাঁরা হলেন- মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, নাসির হোসেন, শাহরিয়ার নাফীস, জুবায়ের হোসেন লিখন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস ও এনামুল হক।

সাকিব আল হাসানকে পেশাওয়ার জালমি এবং মাহমুদউল্লাহকে কোয়েটা গ্ল্যাডিয়েটরস আগেই রেখে দিয়েছে।

অবশ্য এর আগে পিএসএলে বেশ কয়েকজন বাংলাদেশি খেলেছিলেন। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, এনামুল হক বিজয় ও মুশফিকুর রহিম বিভিন্ন সময়ে এই আসরে খেলেন।

আসন্ন পিএসএলে ছয়টি দল অংশ নেবে।  নতুন ফ্র্যাঞ্চাইজ মুলতান ‍সুলতানস।

22 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here